ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিয়েছে ঢাকা ক্যাপিটালস। নতুন দল হিসেবে এটি ছিল এক ভিন্নধর্মী অভিজ্ঞতা, যেখানে সুযোগের পাশাপাশি ছিল অনেক চ্যালেঞ্জও। তবুও সেরাটা দেওয়ার চেষ্টা করেছে দল, আর এই অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য তাদের আরও শক্তিশালী করে তুলবে।
ঢাকা ক্যাপিটালস ফ্রাঞ্চাইজির মালিক সাকিব খান বলেন, যারা আমাকে নিঃস্বার্থ ভালোবাসেন, তারা জানেন—আমি কখনো হারি না; হয় জিতি, না হয় শিখি! প্রথম মৌসুমে অভিজ্ঞতা অর্জন করাই আমাদের মূল লক্ষ্য ছিল। সামনের আসরে আমরা আরও শক্তিশালী, আরও আগ্রাসী হয়ে মাঠে ফিরব, জয়ের জন্য আরও প্রস্তুত থাকব।
ঢাকা ক্যাপিটালসের এই যাত্রায় যারা পাশে ছিলেন—খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, সমর্থক এবং স্পন্সর—সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছে দল। তাদের বিশ্বাস, সকলের একত্রিত সমর্থন ও ভালোবাসাই দলের সবচেয়ে বড় শক্তি।
দলটি ভবিষ্যতে আরও উন্নতির স্বপ্ন দেখছে এবং সমর্থকদের আশ্বস্ত করেছে, পরবর্তী আসরে তারা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে নামবে। ঢাকার ক্রিকেটপ্রেমীরা এখন দলটির সাফল্যের জন্য অপেক্ষায়।
আসিফ