ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

কনকাশন বদলি ঘিরে তোলপাড়

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২১:৩৫, ১ ফেব্রুয়ারি ২০২৫

কনকাশন বদলি ঘিরে তোলপাড়

দুবের বদলি নেমে কাঁপিয়ে দিয়েছেন হার্শিত।

ভারত ম্যাচ খেলবে আর আম্পায়ারিং নিয়ে বিতর্ক উঠবে না তা কেমন করে হয়? ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টি২০তে আরও একবার আলোচনায় এসেছে এক বিতর্কিত সিদ্ধান্ত। এবার অবশ্য আম্পায়ার নয়, বিতর্কের মুখে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। ভারতকে কনকাশন সাবের অনুমতি দেওয়া নিয়েই সৃষ্টি হয়েছে যত তর্ক-বিতর্ক-সমালোচনা। 

ম্যাচে টি২০তে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ৩-১এ সিরিজ নিশ্চিত করেছে ভারত। পুনেতে এদিন স্বাগতিকদের ৯ উইকেটে ১৮১ রানের জবাবে ১৬৬ রানে অলআউটি হয় ইংলিশরা। ইনিংসের শেষ বলে রান আউট শিভম দুবের (৩৪ বলে ৫৩) ব্যাটিংয়ের সময় একটি বল লেগেছিল হেলমেটে। পরে আর ফিল্ডিংয়ে নামেননি। তার ‘কনকাশন বদলি’ হিসেবে নামেন হার্শিত রানা। যেটি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। 

‘কনকাশন’ বদলির নিয়ম অনুযায়ী, এটা হতে হবে ‘লাইক-ফর-লাইক’ বদলি বা যতটা সম্ভব, একই ধরনের ক্রিকেটার হতে হবে। প্রশ্নটা এখানেই। হার্শিত নিখাদ পেস বোলার। শিভম বোলিং করেন বটে, তবে সেটা জেন্টল মিডিয়াম পেস। নিয়মিত বোলিংও পান না। ৩৩ রানে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং গুড়িয়ে দিয়েছেন বদলি নামা হার্শিত। 

ধারাভাষ্যে থাকা সাবেক দুই ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেন ও নিক নাইট প্রশ্ন তোলেন তখনই। কথাবার্তায় যার লুকোছাপা নেই কখনোই, সেই পিটারসেন সরাসরিই বলেন, সে (হার্শিত) তো শিভাব দুবের লাইক-ফর-লাইক বদলি হতে পারে না। বিশ্বের যে কাউকে জিজ্ঞেস করুন, তারা একই কথা বলবে। দুবে তো জেনুইন পেসার নয়, রানা জেনুইন পেসার।’ পিটারসেনের কণ্ঠের প্রতিধ্বনি শোনা যায় নাইটের কথায়। 

ম্যাচের পর ইংলিশ অধিনায়ক জস বাটলারও ম্যাচ রেফারির জাভাগাল শ্রীনাথের দিকে আঙুল তোলেন। 

মিরাজ/নুসরাত

×