ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়টি বিসিবির অজানা

প্রকাশিত: ২০:৫৭, ১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:০৬, ১ ফেব্রুয়ারি ২০২৫

বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়টি বিসিবির অজানা

এবার বিপিএলে একটি সেঞ্চুরিসহ দুই ফিফটিতে ব্যাট হাতে বেশ ভালোই করেছেন বিজয়

এবার চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি২০ আসর নিয়ে নানা ধরণের বিতর্ক তৈরি হয়েছে। এর সঙ্গে জুড়ে গেছে ম্যাচ ফিক্সিংয়ের সন্দেহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন বিভাগ (এসিইউ) সন্দেহে থাকা ১০ জনের একটি তালিকা বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে কয়েকদিন আগে। এর মধ্যে আছে দুর্বার রাজশাহীর হয়ে খেলা এনামুল হক বিজয়ের নামও। এমনকি আজ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশ হয় বিজয়ের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সন্ধ্যায় একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি নিষেধাজ্ঞার বিষয়টি পুরোপুরি উড়িয়ে দিয়েছে। বিসিবির দাবি বিজয়ের বিরুদ্ধে এমন পদক্ষেপের কথা তাদের জানা নেই।

গত কয়েকদিন ধরেই বাংলাদেশের ক্রিকেটাঙ্গন সরগরম এবার বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের সন্দেহজনক কিছু ঘটনা নিয়ে। এর কারণ কিছু বোলার লেগ স্টাম্পের অনেক বাইরে দিয়ে অবিশ্বাস্য ওয়াইড করেছেন, ক্রিজের অনেক বাইরে পা ফেলে নো-বল করেছেন, অযাচিত কিছু ডেলিভারি দিয়েছেন যা সন্দেহের সৃষ্টি করে। তাই সত্যের অনুসন্ধানে কাজ শুরু করেছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ। 

সবমিলিয়ে ১০-১২ জন দেশি-বিদেশি ক্রিকেটার আছেন ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহের তালিকায়। কয়েকটি সংবাদ মাধ্যমে নামগুলো প্রকাশ হওয়ার পর সেখানে বিজয়ের নামও এসেছে। এবার বিপিএলে দুর্বার রাজশাহীকে ৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এ ডানহাতি ব্যাটার। অধিনায়ক হিসেবেই ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন এবার খুলনা টাইগার্সের বিপক্ষে। 

সেদিন অবশ্য ৫৭ বলে ১০০ রান করেও দলকে জেতাতে পারেননি। পরে তাকে ব্যাটিংয়ে আরও মনোযোগী রাখতে নেতৃত্ব থেকে সরিয়ে তাসকিন আহমেদকে অধিনায়ক করে রাজশাহী। পরেও ভালো ব্যাটিং করেছেন বিজয়। ১২ ম্যাচে ১ সেঞ্চুরি ও ২ হাফ সেঞ্চুরিতে ৩৯.২০ গড়ে ৩৯২ রান করেছেন তিনি যা এখন পর্যন্ত আসরের তৃতীয় সর্বোচ্চ রান। 

এমন পারফর্ম্যান্স যার, সেই বিজয়ের বিপক্ষে ফিক্সিং সন্দেহের নানা খবরে বিভিন্ন সংবাদ মাধ্যমে আক্ষেপ প্রকাশ করেন এ ব্যাটার। আজ কিছু সংবাদ মাধ্যম দাবি করে বিজয়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরপর ডানহাতি এই ব্যাটার কয়েকটি সংবাদ মাধ্যমকে জানান, তিনি নেতিবাচক সংবাদের জন্য আইনগত ব্যবস্থা নিতে আইনজীবির সঙ্গে কথাও বলে রেখেছেন। 

আজ সন্ধ্যায় এ বিষয়ে বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, এন্টি করাপশন ইউনিটকে তদন্ত কাজে সহযোগিতার জন্য বিসিবির পক্ষ থেকেও একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হবে। তবে এখন পর্যন্ত কোনো ক্রিকেটারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশও (কোয়াব) বিষয়টি জেনে বিজয়ের পাশে দাঁড়িয়েছে।

মামুন/আসিফ

×