ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

তারুণ্যের উৎসব ২০২৫

বাংলাদেশের রাগবি উৎসবে যখন অতিথি বিদেশী খেলোয়াড় ম্যাক্স কোর্টিস

প্রকাশিত: ২০:৫২, ১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:০৫, ১ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশের রাগবি উৎসবে যখন অতিথি বিদেশী খেলোয়াড় ম্যাক্স কোর্টিস

সানিডেইল স্কুলের রাগবি খেলোয়াড়দের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে ছিলেন বিদেশী রাগবি খেলোয়াড় ম্যাক্স কোর্টিস (পেছনের সারিতে বা থেকে তৃতীয়)। ছবি : রাগবি ফেডারেশন

তারুণ্যের উৎসব-২০২৫ (৩০ ডিসেম্বর ২০২৪-১৯ ফেব্রুয়ারি ২০২৫) উদযাপন উপলক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে দ্বিতীয় পর্যায়ে গতকাল দেশের তিনটি স্থানে রাগবি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার সানিডেইল স্কুলে ছয়টি দল নিয়ে ইন্টারস্কুল রাগবি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে এবং সার্টিফিকেট প্রদানের মাধ্যমে উৎসবমুখর প্রতিযোগিতাটি সফলভাবে সমাপ্ত হয়েছে। প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন স্কুলের ক্রীড়া শিক্ষিকা আজমিরা আক্তার, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী, রাগবির ডেভেলপমেন্ট ম্যানেজার আব্দুল কাদের সুমন এবং এসএইচ আদ্রা। আরো উপস্থিত ছিলেন ম্যাক্স কোর্টিস। তিনি এক্সিটার ইউনিভার্সিটি প্রথম দল এবং ইংল্যান্ড স্টুডেন্টস দলের সাবেক খেলোয়াড়। বর্তমানে হংকং স্কটিশ দলের হয়ে খেলছেন। পাশাপাশি তিনি পিক রাগবি একাডেমি, হংকং-এর কোচও বটে।

জয়পুরহাটে জয়পুরহাট রাগবী তরুণ/তরুণী একাডেমি কর্তৃক আয়োজিত আন্তঃউপজেলা (বালক-বালিকা) রাগবি প্রতিযোগিতা  
অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান (জাতীয় ও আন্তর্জাতিক ভলিবল খেলোয়াড়)।  বিশেষ অতিথি ছিলেন শ্রী স্বপন (পূনট বালিকা উচ্চ বিদ্যালয় কালাই, জয়পুরহাট)। সভাপতি ছিলেন রুহুল আমিন (কোচ জয়পুরহাট জেলা কাবাডি একাডেমি ও জয়পুরহাট জেলা, রাগবি তরুণ/তরুণী একাডেমি)। 
খেলা শেষে সব খেলোয়াড়দের সার্টিফিকেট প্রদান করা হয়। প্রতিযোগিতার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ।

আগামী ৭ ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়ের ৩টি স্থানে অনুষ্ঠিত হবে (ক) লংগদু সরকারী মডেল কলেজ, রাঙ্গামাটি (খ) সন্তোষপুর বালক উচ্চ বিদ্যালয়, চাপাইনবাবগঞ্জ (গ) রাজশাহী সরকারী মডেল স্কুল এন্ড কলেজ, রাজশাহী।

রুমেল খান/আসিফ

×