ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

রোনাল্ডোকে টপকানোর অপেক্ষায় এমবাপে

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:১২, ২৭ জানুয়ারি ২০২৫

রোনাল্ডোকে টপকানোর অপেক্ষায় এমবাপে

.

রিয়াল মাদ্রিদের জার্সিতে সময়টা দারুণ কাটছে কিলিয়ান এমবাপের। গত সপ্তাহে নিজের মুখেই তা জানিয়েছেন ফরাসি তারকা। এমন সময়ে শনিবার রাতে রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথম হ্যাটট্রিকের দেখাও পেয়ে গেলেন তিনি। আর তাতেই গ্যালাক্টিকোরা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল ভায়াদোলিদকে। সেইসঙ্গে দুই নম্বরে থাকা নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে লস ব্যাঙ্কোসরা। ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে এক ম্যাচ কম খেলা বার্সেলোনা।
প্রতিপক্ষ ভায়াদোলিদের মাঠে আতিথ্য নেয় রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরুর ৩০ মিনিটেই সফরকারীদের প্রথম এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যামের সহায়তায় রিয়াল সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান তিনি। ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধেও দেখা যায় এমবাপের শো। ম্যাচের ৫৭ মিনিটে ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর অ্যাসিস্ট থেকে গোল ব্যবধান দ্বিগুণ করেন সাবেক পিএসজির এই ফরোয়ার্ড। এরপরই হ্যাটট্রিকের সম্ভাবনা উঁকি দেয় এমবাপের। তবে ম্যাচের নির্ধারিত সময়ে অবশ্য তার দেখা পাননি তিনি। কিন্তু কথায় আছে না যে, ভাগ্যে থাকলে কে ঠেকায়? ম্যাচের ঠিক ৯০ মিনিটেই পেনাল্টি পায় রিয়াল। এই সময়ে রিয়াল থেকে ধারে খেলতে যাওয়া মারিও মার্টিন ভয়াবহ ট্যাকল করে বসেন জুড বেলিংহ্যামকে। ফলে তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি। আর ম্যাচের যোগ করা সময়ের ৯১ মিনিটে সেই পেনাল্টির দায়িত্বও পড়ে রিয়াল মাদ্রিদের ফরাসি তারকার কাঁধে। পেনাল্টির সুযোগ দারুণভাবেই কাজে লাগান এমবাপে। প্রতিপক্ষের গোলরক্ষককে রীতিমতো বোকা বানিয়েই জালে বল জড়ান তিনি। সেইসঙ্গে রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথম হ্যাটট্রিকের রেকর্ড গড়েন আগের ম্যাচেই জোড়া গোল করা এমবাপে।
চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে ইতোমধ্যেই ১৫ গোল করেছেন এমবাপে। ২০২৫-২৫ মৌসুমে যা দ্বিতীয় সর্বোচ্চ। ১৬ গোল করে এই তালিকার শীর্ষে অবস্থান করছেন তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার রবার্ট লেভানডোস্কি। সব ধরনের প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে এমবাপের গোলসংখ্যা অবশ্য ২২টি। স্বপ্নের জার্সিতে লা লিগায় ১৯ নম্বর ম্যাচে এসে প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়ে দারুণ খুশি এমবাপে। তিনি বলেন, ‘হ্যাটট্রিক করে আমি খুব খুশি, তবে আরও বেশি খুশি দল জয় পাওয়ায়। কেননা জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে, অ্যাথলেটিকোর ফলাফলের পর আমাদের ওপর বেশি চাপ ছিল (জয়ের জন্য)।’ তবে নিয়মিত গোল পাওয়া ফরাসি তারকা অবশ্য শীর্ষ গোলদাতার ব্যাপার নিয়ে কিছুই ভাবছেন না। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘আমি শীর্ষ স্কোরার হওয়ার পরোয়া করি না। আমি ভিনিসিয়াস, রদ্রি ও জুডকে সাহায্য করব। আমি সত্যিই যা চাই, তা হলো মাদ্রিদের হয়ে শিরোপা জিততে।’
রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে হ্যাটট্রিক করার সৌজন্যে আরও একটা কীর্তিতে নাম লিখিয়েছেন এমবাপে। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর রিয়াল মাদ্রিদের প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগার প্রথম ১৯ ম্যাচে ১৫ গোল করার নজির গড়লেন ফরাসি তারকা। ছোটবেলা থেকেই সিআর সেভেন ছিলেন এমবাপের আদর্শ। এবার সেই রোনাল্ডোকেই ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে এমবাপে।

×