ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

মুকুট ধরে রাখলেন সিনার

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:১০, ২৭ জানুয়ারি ২০২৫

মুকুট ধরে রাখলেন সিনার

.

মেলবোর্নে দীর্ঘ ১৮ বছর রাজত্ব করেন বিশ্ব টেনিসের ত্রি-মূর্তি খ্যাত রজার ফেদেরার, রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচ। ২০০৬ থেকে ২০২৩ পর্যন্ত এই তিন তারকা ছাড়া একবারের বেশি অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি উঁচিয়ে ধরার রেকর্ড গড়তে পারেননি কেউ। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে পুরুষ এককে টেনিস ত্রয়ীর সেই বৃত্ত ভাঙার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন ইয়ানিক সিনার। রবিবার ফাইনালে আলেক্সান্ডার জেরেভকে হারিয়ে টানা দুইবার অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়লেন ইতালিয়ান তারকা। শিরোপার লড়াইয়ে বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা ইয়ানিক সিনার ৬-৩, ৭-৬ (৭/৪) এবং ৬-৩ গেমে পরাজয়ের স্বাদ উপহার দেন আলেক্সান্ডার জেরেভকে।
আর তাতেই অস্ট্রেলিয়ান ওপেনের ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের স্বাদ পেলেন শীর্ষ বাছাই ইয়ানিক সিনার। সেইসঙ্গে গ্র্যান্ডস্লামে প্রথম তিন ফাইনাল খেলে তিনটিতেই শিরোপা জয়ের দেখা পেলেন তিনি। সিনার হ্যাটট্রিক করেছেন আরেকটি দিক থেকেও। হার্ড কোর্টের গ্র্যান্ডস্লামে এটি তার টানা তৃতীয় শিরোপা। মাত্র ২৩ বছর বয়স ইয়ানিক সিনারের। টেনিসের উন্মুক্ত যুগে অষ্টম  খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্লামে ক্যারিয়ারের প্রথম তিন বা এর চেয়ে বেশি ফাইনাল খেলে সব কটিতেই জিতলেন। এদিক থেকে সবচেয়ে এগিয়ে কিংবদন্তি রজার ফেদেরার। সুইজারল্যান্ডের সাবেক এক নম্বর খেলোয়াড় গ্র্যান্ডস্লামে নিজের প্রথম সাতটি ফাইনালেই জিতেছিলেন।  
এই তালিকায় এর পরের নামটি কার্লোস আলকারাজের। গ্র্যান্ডস্লামে ক্যারিয়ারের প্রথম চারটি ফাইনালে ওঠে যার চারটিতেই শিরোপা জিতেছিলেন। জিমি কনর্স, বিওর্ন বোর্গ, স্টেফান এডবার্গ, গুস্তাভো কুয়ের্তেন, স্টানিস্লাস ওয়ারিঙ্কারা ক্যরিয়ারের প্রথম তিনটি গ্র্যান্ডস্লাম ফাইনাল জয়ের দেখা পেয়েছিলেন। সিনারের কীর্তিগাথা অবশ্য এখানেই শেষ নয়। ইতালির প্রথম কোনো টেনিস খেলোয়াড় হিসেবে তিনটি গ্র্যান্ডস্লাম শিরোপা জিতেছেন তিনি। স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদালের পর প্রথম খেলোয়াড় হিসেবে নিজের  জেতা প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপা ধরে রাখার কীর্তিও গড়লেন তিনি। নাদাল ২০০৫ সালের পর ২০০৬ সালের ফ্রেঞ্চ ওপেনও জিতেছিলেন। মেলবোর্ন পার্কে টানা দুটি শিরোপা জেতা চতুর্থ খেলোয়াড় এখন ইয়ানিক সিনার। এর আগে এই কীর্তি গড়েছিলেন কিংবদন্তি আন্দ্রে আগাসি, রজার ফেদেরার এবং নোভাক জোকোভিচ।    
এমন কীর্তির পর দারুণ রোমাঞ্চিত ইয়ানিক সিনার। অস্ট্রেলিয়ান ওপেনে জেরেভকে হারানোর পর ইতালিয়ান তারকা বলেন, ‘এটা আমার জন্য অবিশ্বাস্য এক টুর্নামেন্ট। আশা করি এখানে পারফর্মেন্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারব।’ হার্ডকোর্টে সিনার যখন হ্যাটট্রিক করার নজির গড়লেন তখন ভিন্ন পথে হাটলেন জেরেভ। ক্যারিয়ারের প্রথম তিন গ্র্যান্ডস্লামের তিনটি ফাইনালেই যে হারলেন তিনি। ২৭ বছর বয়সী জার্মানির এই তারকা এর আগে ২০২০ সালের ইউএস ওপেন এবং ২০২৪ সালের ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও হার মানেন।

×