ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সি গায়ে অভিষেক হামজা চৌধুরীর

প্রকাশিত: ২১:৪৯, ২৬ জানুয়ারি ২০২৫

ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সি গায়ে অভিষেক হামজা চৌধুরীর

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী মার্চে বাংলাদেশের হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। ব্রিটিশ-বাংলাদেশি ইউটিউব চ্যানেল ‘হাওয়া টিভি’-কে দেয়া সাক্ষাৎকারে হামজা নিশ্চিত করেছেন, এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে তার অভিষেক হবে।

ইতোমধ্যেই বাংলাদেশের জাতীয় দলে যোগ দেয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই ব্রিটিশ-বাংলাদেশি মিডফিল্ডার। হামজা বলেন, “বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। দলের জন্য সফল কিছু করতে চাই এবং ভক্তদের ভালোবাসা আমাকে আরও অনুপ্রাণিত করছে।”

শৈশব থেকে ইংল্যান্ডে বড় হওয়া হামজা নতুন পরিবেশে মানিয়ে নিতে আশাবাদী। তিনি বলেন, “নতুন সংস্কৃতি ও আবহাওয়া চ্যালেঞ্জিং হলেও আমার বাবা বাঙালি হওয়ায় বিষয়টি সহজ হবে।”

সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ে লাল-সবুজের জার্সিতে মাঠে নামবেন হামজা।

সূত্রঃ https://jamuna.tv/news/590625?fbclid=IwY2xjawIDN2JleHRuA2FlbQIxMQABHUlbxt8JKl89EYNa2TF8HCnX8pYnYwMDSEOUUygejv-b8f5n8dr315m0HA_aem_QQGhYwAHSnPoIqohDCx5wQ

আসিফ

×