ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

মেসি কোথায় শেষ করবেন তার ক্যারিয়ার? রোজারিও, বার্সেলোনা বা মায়ামি!

প্রকাশিত: ২১:২৩, ২৬ জানুয়ারি ২০২৫

মেসি কোথায় শেষ করবেন তার ক্যারিয়ার? রোজারিও, বার্সেলোনা বা মায়ামি!

ছবি: সংগৃহীত

২০২৩ সালের জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়া সিদ্ধান্ত জানিয়ে সবাইকে চমকে দেন লিওনেল মেসি। ক্লাবটিতে যাওয়ার কিছুদিনের মধ্যেই অবশ্য মেসি বুঝিয়ে দেন, কেন তাঁর সিদ্ধান্ত সঠিক ছিল। অল্প কদিনের মধ্যেই ক্লাবটিকে অভূতপূর্ব সাফল্য এনে দেন এই মহাতারকা। তাঁর হাত ধরেই প্রথমবারের মতো শিরোপার দেখা পেয়েছে মায়ামি।

কখনো ট্রফি না জেতা দলটি মেসিকে সঙ্গে নিয়ে জিতেছে দুটি শিরোপা। লিগস কাপের পর জিতেছে সাপোটার্স শিল্ডও। তবে মায়ামিতে মেসির জয়যাত্রা সম্ভবত এখনই থামছে না। বর্তমান চুক্তি অনুযায়ী মায়ামিতে চলতি মৌসুম শেষ হওয়া পর্যন্ত থাকবেন মেসি। এমনকি ২০২৬ সালেও মেসির থাকা হতে পারে মায়ামিতে। ভক্ত-সমর্থকদের বড় আগ্রহ মেসি কি মায়ামিতে ক্যারিয়ার শেষ করবেন নাকি অন্য কোথাও যাবেন?

এর আগে সৌদি ক্লাবের বিশাল অঙ্কের অর্থ প্রস্তাব ফিরিয়ে দিয়ে মেসি বেছে নিয়েছিলেন মায়ামিকে। মূলত স্ত্রী-সন্তানদের চাওয়াকে গুরুত্ব দিতে গিয়েই মেসি সে সময় মায়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

জানা গেছে, সৌদি আরবের প্রস্তাব ফিরিয়ে যুক্তরাষ্ট্রকে বেছে নিলেও সেখানে শেষ করতে চান না আর্জেন্টাইন অধিনায়ক। এমনকি মেসি যেতে চান না জন্মশহর রোজারিওতেও। তিনি বরং মায়ামি পর্ব শেষ করে ফিরতে চান বার্সেলোনায়। মেসির বার্সায় ফিরতে চাওয়ার কথা জানিয়েছেন তাঁর পারিবারিক বন্ধু ইয়ানিনা লাতোরে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম লা নাসিওনেকে দেওয়া এক সাক্ষাৎকারে লাতোরে বলেছেন, ‘সে (মেসি) আমাকে বলেছে, এই ক্লাবেই (মায়ামি) সে শেষ করবে। এখানে সে খুশি আছে। এরপর সে বার্সেলোনায় ফিরে যাবে।’

রোমাঞ্চকর এই ক্যারিয়ারে কখনো হিরো, কখনো  ট্র্যাজিক হিরো বনে যাওয়া 'আনপ্রেডিক্টেবল' এই ফুটবল সম্রাট কখন এবং কোথায় ক্যারিয়ারের ইতি টানবেন তা নাহয় সময়ই বলে দিক!

আসিফ

×