ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

সিনারের চোখে টানা দুই, জেরেভের প্রথম

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:১৮, ২৬ জানুয়ারি ২০২৫

সিনারের চোখে টানা দুই, জেরেভের প্রথম

আলেক্সান্ডার জেরেভ, ইয়ানিক সিনার

অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার। মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের শিরোপা ধরে রাখার পথে এবারও অপ্রতিরোধ্য ইতালিয়ান তারকা। মেলবোর্নে শুরু থেকেই দুর্দান্ত খেলে টানা দ্বিতীয় বারের মতো ফাইনালে জায়গা করে নেন তিনি। 
তার চোখে এখন টানা দুইবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের নেশা। সেই পথে তার সামনে এখন বড় বাধা আলেক্সান্ডার জেরেভ। আজ বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মেলবোর্নের রড লেভার অ্যারেনায় অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ান ওপেনের ছেলেদের এককের ফাইনাল। যেখানে লড়বেন বর্তমান বিশ্ব টেনিসের এক ও দুই নাম্বার তারকা। সিনারের চোখে যেমন টানা দুই শিরোপা জয়ের লক্ষ্য তেমনি জীবনের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের স্বপ্নে বিভোর আলেক্সান্ডার জেরেভ।

×