ছবি: সংগৃহীত
সাকিব আল হাসানের দেশে ফেরার সম্ভাবনা এখনো অনিশ্চিত, তবে একদিন তিনি দেশে ফিরবেন, এমনটা নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের কোচ হিসেবে দলের প্রত্যাশিত ফলাফল না পাওয়ার বিষয়ে কথা বলেন সুজন। এ ছাড়া সাকিবের রাজনৈতিক কারণে দেশে ফিরতে না পারা এবং বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হয়ে নিষেধাজ্ঞা প্রাপ্তির প্রসঙ্গও উঠে আসে।
সাকিবের অনুপস্থিতি বিপিএল-এর ১১তম আসরের ওপর প্রভাব ফেলেছে, উল্লেখ করে সুজন বলেন, "সে (সাকিব) বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। তার অনুপস্থিতি ঢাকার টুর্নামেন্টে কিছুটা স্বাদের ঘাটতি সৃষ্টি করেছে।" তিনি আরও বলেন, "চিটাগং (কিংস) ফ্র্যাঞ্চাইজি তার সাইনিংয়ের মাধ্যমে সাকিবকে নিয়েছিল। কিন্তু এখন তাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ সে খেলতে পারেনি। যদি তারা পরিস্থিতি বুঝত, তাহলে অন্য কাউকে নিয়েও ফ্র্যাঞ্চাইজিটি ভালো করতে পারত।"
সাকিব সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর থেকে দেশের হয়ে কোনো ম্যাচ খেলেননি। ২০২৪ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াডেও সাকিবের নাম নেই। এছাড়া, রাজনৈতিক কারণে তার দেশে ফিরতে নিষেধাজ্ঞা রয়েছে, এবং আইসিসির বোলিং অ্যাকশন নিষেধাজ্ঞার কারণে তার খেলার ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে।
এ বিষয়ে সুজন বলেন, "আমি মনে করি না সাকিব আর খেলতে পারবে। তবে সে এই দেশের নাগরিক, তাই একদিন অবশ্যই দেশে ফিরবে।"
সুত্রঃ https://bangla.thedailystar.net/sports/cricket/news-645696
আসিফ