ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

আর্জেন্টিনার কাছে ভরাডুবি ব্রাজিলের!

প্রকাশিত: ১৮:৪০, ২৫ জানুয়ারি ২০২৫

আর্জেন্টিনার কাছে ভরাডুবি ব্রাজিলের!

ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ৭১ বছরের ইতিহাসে সবচেয়ে বড় হারই দেখল ব্রাজিল। সেটিও আবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। গতকাল রাতে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আলবিসেলেস্তেদের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছে তারা। এই প্রতিযোগিতায় এটি ব্রাজিলের সবচেয়ে বড় হার।

ভেনেজুয়েলার মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটেই ৩ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৬ষ্ঠ মিনিটে এগিয়ে দেন ইয়ার সুবিয়াব্রে। ৮ম মিনিটে দ্বিতীয় গোলটি করেন সদ্য ম্যানচেস্টার সিটিতে নাম লেখানো ১৯ বছর বয়সী ফরোয়ার্ড ক্লাদিও এচেভেরি। দুটি গোলেরই উৎস ছিলেন ভ্যালেন্তিনো আকুনা।

এর তিন মিনিট পর আত্মঘাতী গোল খেয়ে ৩-০ তে পিছিয়ে পড়ে ব্রাজিল। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে আরও ৩ গোল করে আর্জেন্টিনা। ৫২ মিনিটে ব্যবধান বাড়ান অগাস্তিন রুবের্তো। দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন এচেভেরি। ৭৮ মিনিটে ব্রাজিলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সান্তিয়াগো হিদালগো। চিলিতে আগামী সেপ্টেম্বরে হবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। দক্ষিণ আমেরিকার এই চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ চার দল সুযোগ পাবে সেই বয়সভিত্তিক বিশ্বকাপে।

শিহাব

×