ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন খেলোয়াড়দের পারিশ্রমিক না পাওয়ার ইস্যু আবারও সামনে এসেছে। শুক্রবার চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী স্বীকার করেছেন যে, বাংলাদেশি ক্রিকেটার পারভেজ হোসেন ইমনকে এখনও কোনো পারিশ্রমিক দেওয়া হয়নি।
চিটাগং কিংসের মালিক বলেন, আমি ইমনকে টাকা দেইনি ব্যক্তিগত কারণে। আমার টাকা গাছে ধরে না, আমার কিছুটা আত্মতৃপ্তি দরকার। কিছু ব্যক্তিগত ও ফ্র্যাঞ্চাইজি ইস্যু আছে। আমি বোর্ড এবং খেলোয়াড়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।
তিনি আরও জানান, ইমনের পারিশ্রমিক অবশ্যই পরিশোধ করা হবে, তবে তার আগে তিনি "সন্তুষ্ট হতে চান"।
এ বিষয়ে পারভেজ হোসেন ইমনের বক্তব্য পাওয়া যায়নি এখনো। তবে, ইমন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) মৌখিকভাবে তার পারিশ্রমিক না পাওয়ার বিষয়ে অবগত করেছেন এবং শীঘ্রই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে পারেন।
ইমন বর্তমানে দলের সঙ্গে না থেকে ব্যক্তিগতভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিচ্ছেন, যা আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।
ইমন এবারের বিপিএলে ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেননি। সাত ম্যাচে মাত্র ১০৩ রান করেন, স্ট্রাইক রেট ছিল ১২৫.৬০। ফলে শেষ দুই ম্যাচে তাকে একাদশ থেকে বাদ দেয়া হয়।
এদিকে, চিটাগাং কিংসের মালিক সামির দাবি করেছেন, দল ইতোমধ্যে স্থানীয় খেলোয়াড়দের ২৫ থেকে ৫০ শতাংশ এবং বিদেশি খেলোয়াড়দের অন্তত ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করেছে।
রিফাত