ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

অবশেষে থামল অপ্রতিরোধ্য মোহামেডান

রুমেল খান

প্রকাশিত: ২৩:৫৬, ২৪ জানুয়ারি ২০২৫

অবশেষে থামল অপ্রতিরোধ্য মোহামেডান

.

কথায় আছে, ‘সুখ কপালে বেশিদিন সয় না।’ মোহামেডান স্পোর্টিং ক্লাবের বেলাতেও যেন তাই হয়েছে। শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে কোথায় তারা (কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে) তাদের চেয়ে অপেক্ষাকৃত দুর্বল ও খর্বশক্তির ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে দুমড়ে-মুচড়ে দেবে, তা না, উল্টো কি না তাদের কাছে ১-০ গোলে হেরে অঘটনের শিকার হয়েছে! এছাড়া অঘটনের শিকার হয়েছে পয়েন্ট টেবিলের তিনে থাকা ‘জায়ান্ট কিলার’ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিও। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে তারা ২-১ গোলে হেরে গেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কাছে। তবে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে প্রত্যাশিত জয় কুড়িয়ে নিয়েছে টানা পাঁচবারের ও গতবারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বড় ব্যবধানেই জিতেছে তারা। ৫-০ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে। 
শুক্রবারের আগ পর্যন্ত এবারের লিগে একমাত্র অপরাজিত দল ছিল মোহামেডান। আট ম্যাচের আটটিতেই জিতেছিল তারা। 
‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ বাহিনীর আশা-পরিকল্পনা ছিল শুক্রবার নবম ম্যাচেও জিতে বা ড্র করে প্রথম লেগ শেষ করবে অপরাজিত থেকে। কিন্তু তাদের সেই আশায় জল ঢেলে দিয়েছে ১৯৬০ সালে প্রতিষ্ঠিত ক্লাব ফকিরেরপুল। শুধু তাই নয়, মতিঝিলপাড়ার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানকে হারিয়ে দীর্ঘ ৩৫ বছর পুরনো স্মৃতি মনে করিয়ে দিয়েছে তারা। ঘরোয়া ফুটবলে অসংখ্য রেকর্ড রয়েছে মোহামেডানের। যার মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে লিগে টানা ৭৬ ম্যাচে অপরাজিত থাকা। ১৯৮৬ থেকে ১৯৮৮-৮৯ এই তিন মৌসুমে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয় মোহামেডান। তবে তা নতুন রেকর্ড গড়ে। একমাত্র তারাই অপরাজিত হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়। সেই সঙ্গে টানা ৭৬ ম্যাচে হার না মানা রেকর্ডও গড়ে। ১৯৮৫ সালের ৭ সেপ্টেম্বর সুপার লিগে আরামবাগের কাছে ২-১ গোলে হারার পর আর কোনো ম্যাচ হারেনি মোহামেডান। ১৯৯০ সালের ১৬ মার্চ অবশেষে হারের স্বাদ পায় সাদা-কালো শিবির। সেবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লিগের প্রথম পর্বে ম্যাচে ফকিরেরপুলের কাছে ২-১ গোলে হেরে যায় তারা। আর শুক্রবার লিগে টানা আট ম্যাচে অপরাজিত থাকা মোহামেডানকে আবারও হারের স্বাদ দিল ফকিরেরপুল। ম্যাচের ৬৬ মিনিটে আকবির তুরায়েভের সঙ্গে একবার বল দেওয়া-নেওয়া করে বক্সের অনেক বাইরে থেকে উজবেক মিডফিল্ডার সারদোর জাকমোনোভের তীব্রগতির শট মোহামেডানের জালে আশ্রয় নেয়। লাফিয়েও নাগাল পাননি মোহামেডান গোলরক্ষক সুজন। লিগে মোহামেডান ৯ ম্যাচে প্রথম হারে ২৪ পয়েন্ট নিয়েও শীর্ষেই আছে। সমান ম্যাচে ইয়ংমেন্স তৃতীয় জয়ে ৯ পয়েন্টে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। গাজীপুরে ওয়ান্ডারার্সকে দাঁড়াতেই দেয়নি ‘দ্য কিংস’ খ্যাত বসুন্ধরা। নিয়মিত বিরতিতে একের পর এক গোল করেছে তারা। গোলদাতারা হলেন : জোনাথন ফার্নান্দেজ (১১ মিনিট), সোহেল রানা (২৯ মিনিট), তপু বর্মণ (৩৮ মিনিট), রাকিব হোসেন (৬৬ মিনিট), মিগুয়েল ফেরেরা (৭৬ মিনিট)। লিগে ৯ ম্যাচে পঞ্চম জয়ে কিংস ১৭ পয়েন্টে তৃতীয় স্থানে উঠে এসেছে। সমান ম্যাচে ওয়ান্ডারার্স সপ্তম হারে আগের ৪ পয়েন্টে নবম স্থানেই আছে।
পাকিস্তান ও বাংলাদেশ আমল মিলিয়ে সবচেয়ে বেশিবার ফুটবল লিগের চ্যাম্পিয়ন যে দলটি, তারা মোহামেডান স্পোর্র্টিং ক্লাব।

১৯৩৬ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই ক্লাবটি এ পর্যন্ত মোট ১৯ বার লিগ শিরোপার স্বাদ পেয়েছে, যা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড, ঢাকার চেয়ে দু’টি বেশি। তবে বিস্ময়কর ব্যাপার হচ্ছেÑ ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ খ্যাত মোহামেডান সর্বশেষ লিগ জিতেছে সেই ২০০২ সালে, অর্থাৎ সুদীর্ঘ ২৩ বছর আগে! আর ‘পেশাদার লিগ’ খ্যাত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা তিন বার রানার্সআপ হলেও এখনো পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি মতিঝিলপাড়ার ক্লাবটি। তবে এত বছর পর এই প্রথম সার্বিকভাবে ২০তম এবং বিপিএলে প্রথম শিরোপা জয়ের ব্যাপারে ক্লাবটির সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। কিন্তু লিগের প্রথম পর্ব তারা শেষ করতে চেয়েছিল অপরাজিত থেকে। কিন্তু ফকিরেরপুল তাদের সেই আশায় ছাই দিয়েছে!

×