ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

অলিম্পিয়ান আরচার সাগরকে হারিয়ে তামিমের স্বর্ণজয়

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪৪, ২৪ জানুয়ারি ২০২৫

অলিম্পিয়ান আরচার সাগরকে হারিয়ে তামিমের স্বর্ণজয়

বৃহস্পতিবার টঙ্গীতে অতিথিদের সঙ্গে বিজয়ীরা

টঙ্গীর আরচারি প্রশিক্ষণ কেন্দ্রে আরচারি প্রতিযোগিতা ‘ন্যাশনাল ওপেন র‌্যাংকিং টুর্নামেন্ট’ শেষ হয়েছে। এতে ৬০ তীরন্দাজ অংশ নেয় (ছেলে ২৭, মেয়ে ৩৩)। প্রতিযোগিতা হয়েছে ছেলেদের ও মেয়েদের রিকার্ভ? এবং কম্পাউন্ডে। আগামী ১৬ থেকে ২৩ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাঙ্ককে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট। টঙ্গীর টুর্নামেন্টটি ছিল তারই পূর্ব প্রস্তুতি। 
ছেলেদের রিকার্ভে স্বর্ণপদক জেতেন বাংলাদেশ পুলিশের তামিমুল ইসলাম তামিম। ফাইনাল ম্যাচে তিনি হারান বিকেএসপির সাগর ইসলামকে, যিনি সর্বশেষ অলিম্পিকে অংশ নিয়েছিলেন। মেয়েদের বিভাগে স্বর্ণ জেতেন বিকেএসপির উমাচিং মারমা। পুলিশের ইতি খাতুন রৌপ্যপদক লাভ করেন। কম্পাউন্ডে ছেলেদের বিভাগে বিমান বাহিনীর হিমু বাছার ও মেয়েদের বিভাগে একই দলের বন্যা আক্তার স্বর্ণপদক জেতেন। 
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনীরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ও সিটি গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার রুবায়েত আহমেদ।

×