ছবি: সংগৃহীত।
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তানের নাম নিজেদের জার্সিতে লিখতে আপত্তি জানায় ভারত। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হস্তক্ষেপে শেষ পর্যন্ত এই অবস্থান থেকে সরে আসছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ভারতের আপত্তির কারণে আইসিসি শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নেয়। এই নিয়ম অনুযায়ী, ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে, তবে টুর্নামেন্টের আয়োজক হিসেবে পাকিস্তানের নাম থাকবে।
আইসিসির নিয়ম অনুযায়ী, যেকোনো বৈশ্বিক টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের জার্সিতে টুর্নামেন্টের লোগোর নিচে আয়োজক দেশের নাম উল্লেখ করা বাধ্যতামূলক। তবে এ নিয়ম মেনে চলতে আপত্তি জানায় বিসিসিআই। ভারতের গণমাধ্যমগুলো জানায়, বিসিসিআই তাদের দলের জার্সিতে পাকিস্তানের নাম রাখতে রাজি ছিল না।
বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ক্ষোভ প্রকাশ করে এবং আইসিসির হস্তক্ষেপ চায়। এরপর আইসিসি স্পষ্ট জানিয়ে দেয়, সব দলকে নিয়ম মেনে জার্সিতে আয়োজক দেশের নাম উল্লেখ করতে হবে।
বিসিসিআইয়ের নতুন সচিব দেবজিৎ সাইকিয়া ক্রিকবাজকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘আইসিসির নির্দেশনা যা-ই হোক, আমরা সেটা অনুসরণ করব।’
আইসিসির এই পদক্ষেপের ফলে টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলের জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম লেখা থাকবে। বিষয়টি নিয়ে এখনো সমালোচনা চললেও আইসিসির এই সিদ্ধান্তে বিতর্কের অবসান ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে।
সায়মা ইসলাম