ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

আমি তোকে পিটিয়ে দেব.. : গৌতম গম্ভীরের বিরুদ্ধে মনোজ তিওয়ারির হুমকি

প্রকাশিত: ১৯:৫৭, ২৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ২০:২০, ২৩ জানুয়ারি ২০২৫

আমি তোকে পিটিয়ে দেব.. : গৌতম গম্ভীরের বিরুদ্ধে মনোজ তিওয়ারির হুমকি

গৌতম গম্ভীর এবং মনোজ তিওয়ারি – বলা যায় যে, এই দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়। মাঠে বার বার তাদের মধ্যে টানাপোড়েন হয়েছে এবং সম্প্রতি তিওয়ারি, এক প্রাক্তন ভারত ও বাংলা ব্যাটসম্যান, গম্ভীরকে ‘একটি দ্বিচারী কোচ’ হিসেবে আখ্যায়িত করেছেন। এই দুইজন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন এবং সেখানে তাদের মধ্যে একটি ঝগড়াও হয়েছিল। ২০১৫ সালের রঞ্জি ট্রফিতে, দিল্লি বনাম বাংলা ম্যাচে মাঠে তাদের মধ্যে ঝগড়া শুরু হয় এবং পরিস্থিতি জটিল হয়ে ওঠে। মনোজ তিওয়ারি এসব ঘটনা স্মরণ করে জানান, গম্ভীর তাঁকে অকারণেই টার্গেট করেছিলেন।

“যখন একটি নতুন খেলোয়াড় সামনে আসে, তাকে পত্রিকায় জায়গা দেওয়া হয়, হয়তো এটাই ছিল কারণ যে তিনি আমার উপর রেগে গিয়েছিলেন। যদি আমার একটি পিআর টিম থাকত, তাহলে আজ আমি ভারতের অধিনায়ক হতে পারতাম,” মনোজ তিওয়ারি লাললনটপে বলেছিলেন।“একবার, আমরা ইডেন গার্ডেনে আমার ব্যাটিং পজিশন নিয়ে তর্ক করেছিলাম। আমি খুবই উত্তেজিত হয়ে বাথরুমে চলে গিয়েছিলাম। তিনি ঢুকে এসে বলেছিলেন, ‘এটা চলবে না। তিনি কখনো খেলাবো না’। আমি তাঁকে সরাসরি মুখোমুখি হয়ে প্রশ্ন করি কেন তিনি এমন কথা বলছেন। তিনি আমাকে হুমকি দিচ্ছিলেন। ওয়াসিম আকরামও সেখানে উপস্থিত ছিলেন, তিনি আমাদের বোলিং কোচ ছিলেন, তাই তিনি পরিস্থিতি শান্ত করে দেন, নাহলে হয়তো হাতাহাতি হয়ে যেত। আকরাম বলেছিলেন, ‘তুমি অধিনায়ক, শান্ত হয়ে যাও’। তিনি বিষয়টি বুঝতে পেরেছিলেন, জানতেন কী হচ্ছে। তিনি কয়েক বছর আগে আমার প্রতিভা নিয়ে ভালো মন্তব্য করেছিলেন।”

তিওয়ারি আরও জানান যে, ২০১৫ সালের রঞ্জি ট্রফি ম্যাচে গম্ভীরের সঙ্গে তার তর্কের বিষয়ে।

“আমাকে কোনো কারণে সেগুলো বলা হত। আমি বুঝতে পারছিলাম না কেন তিনি আমাকে টার্গেট করছেন। আসলে, যখন আমি ২০১০ সালে কেকেআর-এ আসি, তখন তিনি ও আমি বেশ ভালোভাবে মিশতাম। কিন্তু তারপর হঠাৎ করেই তিনি আমার উপর রেগে যেতেন। খুবই কটু ভাষা ব্যবহার করতেন। তারপর যখন আমি বিষয়টি চিন্তা করতে শুরু করলাম, বুঝলাম যে কেকেআরের স্থানীয় ছেলেদের মধ্যে আমি একমাত্র ছিলাম যে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতাম। এবং যেহেতু আমি একটি প্রতিশ্রুতিশীল তরুণ ছিলাম, মিডিয়া আমাকে মনোযোগ দিচ্ছিল। আর তাই তিনি এই বিষয়টি ভালোভাবে নেননি, আমার বিশ্বাস এটাই।”

“২০১৫ সালের রঞ্জি ট্রফির ম্যাচের আগে তিনি আমার উপর রেগে ছিলেন। তিনি যেসব শব্দ ব্যবহার করেছিলেন, সেগুলো এখানে বলার মতো নয়। তারপর তিনি বলেছিলেন, ‘শামকে মিল, আমি তোকে পিটিয়ে দেব’। আমি বললাম, ‘শামকে কেন? এখনই মারলাম’। আমি তখন শক্তিশালী ছিলাম। সৌরভ গাঙ্গুলি তখন ক্রিকেট প্রশাসনে ছিলেন, এবং গম্ভীর বলেছিলেন, ‘সে নিজের জ্যাক ব্যবহার করে সেখানে ঢুকেছে, আর তুই তার পিছনে চলে আসছিস।’”

“কেকেআরে, আমাদের মধ্যে এক তর্ক ছিল। আমি কেকেআরের ব্যাটিং অর্ডারে বারবার নেমে যাচ্ছিলাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে আমি সর্বোচ্চ স্কোর করি। আমি ১২৯ রান করি, গম্ভীর করেন ১১০ রান। তাও, তিনি আমার উপর রেগে গিয়েছিলেন। আমি সানস্ক্রিন লাগাচ্ছিলাম, আর তিনি এসে চিৎকার করে বলেছিলেন, ‘তুই এখানে কী করছিস? সবাই তো মাঠে।’ হঠাৎ করেই।”

গৌতম গম্ভীর বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ।

রাজু

×