ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

বাফুফে থেকে যে বিশেষ সুবিধা পাবেন হামজা!

প্রকাশিত: ১৭:৩৫, ২৩ জানুয়ারি ২০২৫

বাফুফে থেকে যে বিশেষ সুবিধা পাবেন হামজা!

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্যাম্পে যোগ দেয়ার পর হামজার জন্য বিশেষ কিছু ব্যবস্থা রাখছে বাফুফে। কোচিং স্টাফের পাশাপাশি আলাদা ডাক্তার এবং ফিজিও নিয়ে হচ্ছে আলোচনা।

এদিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাল সবুজ পতাকার দেশের হয়ে ফুটবল খেলার স্বপ্ন প্রকাশ করেছেন হামজা চৌধুরী। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে এক পোস্টে বাংলাদেশের পতাকার মধ্যে নিজের একটা ছবি দিয়ে হামজা চৌধুরী লেখেন 'একটাই স্বপ্ন - যাত্রাও একটাই'।

বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, 'অবশ্যই হামজার সঙ্গে আমাদের একটা শর্ত থাকবে। আর হামজাও আমাদের তার জন্য কিছু পদক্ষেপ নিতে বলবে। সেই যেই শর্ত দেক, আমরা তা করতে প্রস্তুত আছি। ফিজিও, ডাক্তার থেকে শুরু করে যা যা প্রয়োজন আমরা তা সব দিতে প্রস্তুত।'

গুঞ্জন রয়েছে আসন্ন আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হতে পারে হামজার। এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচটি ভারতে অনুষ্ঠিত হবে, আর সম্ভাব্য ভেন্যু হবে শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়াম।

শিহাব

×