কোয়ার্টার ফাইনালে জয়ের পর ইগা সুইয়াটেক
বিশ্ব টেনিসের সর্বোচ্চ প্রতিযোগিতাগুলোর যে চারটি ‘গ্র্যান্ডস্লাম’ আছে, তার প্রথমটি ‘অস্ট্রেলিয়ান ওপেন’ অনুষ্ঠিত হয় বছরের শুরুতে, যা এখন চলমান আছে মেলবোর্নে। তবে আকর্ষণীয় ও জমজমাট এই আসরটি আর খুব বেশি বাকি নেই, প্রায় শেষের দিকে চলে এসেছে। ইতোমধ্যেই নারী ও পুরুষ এককের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়ে গেছে। বুধবার নারী ও পুরুষ এককের সর্বশেষ একটি করে কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়।
যাতে নারী বিভাগে নিজ নিজ ম্যাচে জয়লাভ করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন পোল্যান্ডের ইগা সুইয়াটেক এবং যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিস। এ ছাড়া পুরুষ বিভাগে ইতালির জানিক সিনার ও যুক্তরাষ্ট্রের বেন শিলটন শেষ চারে নাম লিখিয়েছেন। শেষ চারে মুখোমুখি হবেন নারী বিভাগে সুইয়াটেক-কিস এবং পুরুষ বিভাগে সিনার শিলটন।
এ ছাড়া আগের দিনই শেষ চার নিশ্চিত করে সেখানে পরস্পরের মুখোমুখি হবেন যারা, তারা হলেন পুরুষ বিভাগে সার্বিয়ার নোভাক জোকোভিচ-জার্মানির আলেক্সান্ডার জেরেভ এবং নারী বিভাগে বেলারুশের আরিনা সাবালেঙ্কা-স্পেনের পলা বাদোসা।
বুধবার নারী এককের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় বাছাই সুইয়াটেক মুখোমুখি হন অষ্টম বাছাই যুক্তরাষ্ট্রের এমা নাভারোর। নাভারোকে বেশ সহজেই পরাস্ত করেন সুইয়াটেক। ম্যাচের স্কোরলাইন ছিল ৬-১, ৬-২। সুইয়াটেক পাঁচবারের গ্র্যান্ডস্লামজয়ী হলেও কখনো অস্ট্রেলিয়ান ওপেন জেতেননি।
এর আগে এ নিয়ে দ্বিতীয়বার এই আসরের সেমিতে উঠলেন (প্রথমবার সেমিফাইনাল খেলেন ২০২২ আসরে)। অপর কোয়ার্টারে উনবিংশ বাছাই কিসকে জিততে বেশ সংগ্রামই করতে হয়। ২৮তম বাছাই ইউক্রেনের এলিনা সভেতলোনাকে হারান ৩-৬, ৬-৩, ৬-৪ গেমে।