মুস্তাফিজ
সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে কিছুটা স্বস্তি ফিরেছে ঢাকা ক্যাপিটালস শিবিরে। শেষ তিন ম্যাচের দুটিই জিতেছে প্রথম ৬ ম্যাচ হার দিয়ে শুরু করা দলটি। তাই একদিনের বিরতিতে বিশ্রামের দিনটি দলটির ক্রিকেটাররা উদযাপন করল ভিন্নভাবে। চট্টগ্রাম ক্যান্টমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ফুটবল খেলে সময় কাটালেন ঢাকার ক্রিকেটার সাব্বির রহমান-মুস্তাফিজুর রহমান।
বিপিএলে আজ কোনো ম্যাচ ছিল না। বিশ্রামের দিনটি ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা ভিন্নভাবে দারুণ কাটালেন। শিক্ষার্থীদের সঙ্গে ফুটবল খেলায় মেতে উঠেন মুস্তাফিজরা।
এরপর দ্য ফিজ জানালেন, তিনি বরাবরই শিশুদের সঙ্গে ছোটদের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন। মুস্তাফিজ বাচ্চাদের সঙ্গে কাটানো আনন্দঘন মুহূর্তের বর্ণনা দিয়ে বলেন, ‘দেখুন, আমি ছোটদের সবসময় খুব ভালোবাসি। আমার এলাকাতে বলেন অথবা অন্য যে জায়গায় হোক স্কুলের কথা বললে আমি সেই জায়গায় যাওয়ার চেষ্টা করি। যত কাজই থাকুক এটা আমি এনজয় করি অনেক।’
ছোটদের সঙ্গে ফুটবল খেলা শেষে মুস্তাফিজের কাছে প্রশ্ন ছিল -ক্রিকেট নাকি ফুটবল কোনটা খেলা বেশি কঠিন। জবাবে ঢাকা ক্যাপিটালসের মুস্তাফিজ বলেন, ‘যে সব খেলাই কঠিন। তবে এখানে এসে কেবলমাত্র ফুটবল-ই খেলেছি।’
শহীদ