ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

প্লে-অফ রেসে টিকে থাকার লড়াই

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:৩৪, ২২ জানুয়ারি ২০২৫

প্লে-অফ রেসে টিকে থাকার লড়াই

মঙ্গলবার রংপুরে ভক্ত-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহানসহ রংপুর রাইডার্সের ক্রিকেটাররা

চলমান ১১তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি২০ আসরে রাউন্ড রবিন লিগ পর্বের অর্ধেকেরও বেশি শেষ হয়েছে। অন্তত ৭টি করে ম্যাচ খেলেছে সব দলই। এর মধ্যে সর্বাধিক ৯টি করে ম্যাচ খেলে তলানির দিকে আছে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। ৮টি করে ম্যাচ খেলে ইতোমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছে, চিটাগং কিংস ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর সিলেট স্ট্রাইকার্স ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে।

৭টি করে ম্যাচ খেলে ফরচুন বরিশাল ১০ পয়েন্ট নিয়ে বেশ ভালো অবস্থানে আছে আর খুলনা টাইগার্স ৬ পয়েন্ট নিয়ে কিছুটা সুবিধাজনক জায়গা ধরে রেখেছে। প্লে-অফে ওঠার জন্য বাকি ৬ দলেরই সুযোগ রয়েছে। কিন্তু ঢাকার অবস্থা সবচেয়ে নাজুক। আরেকটি ম্যাচ হারলেই তারা ছিটকে পড়বে। আজ এবং বৃহস্পতিবার চট্টগ্রাম পর্বের বাকি ৪টি ম্যাচে নিশ্চিত হয়ে যাবে ঢাকা, সিলেট, রাজশাহী ও খুলনার ভাগ্য।

আজ চিটাগং কিংসের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে প্লে-অফ রেসে টিকে থাকার জন্য। বেলা ১টা ৩০ মিনিটে তারা মুখোমুখি হবে। আরেকটি ম্যাচ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বরিশাল ও খুলনার মধ্যে। উভয় ম্যাচ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
শুরু থেকে এখন পর্যন্ত চলমান বিপিএলে ফর্মের তুঙ্গে আছে রংপুর। টানা ৮ ম্যাচ জিতে একমাত্র অপরাজিত দল হিসেবে ১৬ পয়েন্ট নিয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে তারা। অথচ এখন পর্যন্ত ৪ ম্যাচ বাকি আছে রংপুরের। অথচ এক ম্যাচ বেশি খেলে ঢাকার ভাগ্য অনেক হিসাব-নিকাশের মুখে। ২ জয়ে মাত্র ৪ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে অবস্থান করছে তারা।

প্লে-অফ রেসে টিকে থাকার জন্য বাকি ৩ ম্যাচই জিততে হবে ঢাকাকে এবং তার পর অপেক্ষায় থাকতে হবে সবার লিগ পর্ব শেষে অবস্থানের  ভিত্তিতে হিসাব-নিকাশের ওপর। আজ তাই চিটাগংয়ের বিপক্ষে আরেকটি অগ্নিপরীক্ষা তাদের। চিটাগংয়ের ৪ ম্যাচ বাকি, ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকায় বেশ সুবিধাজনক অবস্থায় আছে তারা। আজ ঢাকাকে হারাতে পারলে অবস্থান আরও সুদৃঢ় হবে চিটাগংয়ের।

৯ ম্যাচ খেলে মাত্র ৬ পয়েন্ট নিয়ে ছিটকে পড়ার ঝুঁকিতে আছে দুর্বার রাজশাহীও। চট্টগ্রাম পর্বেও শেষদিন বৃহস্পতিবার শক্তিশারী রংপুরের বিপক্ষে তাদের ভাগ্য পরীক্ষা। যদিও পরে আরও দুই ম্যাচে সুযোগ থাকবে তাদের। বিপর্যস্ত দল সিলেট স্ট্রাইকার্সের ৪ ম্যাচ বাকি। খুলনার বিপক্ষে বৃহস্পতিবার তাদেরও ভাগ্য পরীক্ষা। কারণ ৮ ম্যাচে সিলেটের পয়েন্ট মাত্র ৪ এবং সবার নিচে আছে তারা। 
সেই ম্যাচটির আগে খুলনাকে আজ সন্ধ্যায় লড়তে হবে গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে। এই ম্যাচ হারলে চ্যালেঞ্জ বাড়বে খুলনার। প্লে-অফে ওঠার লড়াইয়ে এখন পর্যন্ত বরিশাল এবং চিটাগং কিংস বেশ সুবিধাজনক অবস্থানে। নিজেদের বাকি থাকা ম্যাচগুলো থেকে অন্তত ২টি করে ম্যাচ জিতলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে তাদের। চিটাগংয়ের বাকি ম্যাচের প্রতিপক্ষ কিছুটা কঠিন।

রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ছাড়াও তারা খেলবে দুর্বার রাজশাহী ও সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। এর মধ্যে রাজশাহী ও সিলেট অবশ্য তাদের জন্য সহজতর প্রতিপক্ষ। তাই চিটাগংয়ের সম্ভাবনা বেশ উজ্জ্বল। বরিশালের ৫ ম্যাচ বাকি থাকায় সেখান থেকে দুটি জেতা এমন শক্তিধর দলের জন্য তেমন কঠিন হবে না। তাই রংপুরের পর বরিশাল ও চিটাগং প্লে-অফ নিশ্চিত করা বেশ সহজতর হবে। বাকি আরেকটি জায়গার জন্য লড়াইটা হবে জমজমাট।

চট্টগ্রাম পর্বের ম্যাচ ৪টি শেষ হয়ে গেলে এর পূর্ণাঙ্গ চিত্র অনেকখানিই বোঝা যাবে। তাই এখন পর্যন্ত চলতি বিপিএলে অনেক চমকপ্রদ কিছুর অপেক্ষা আছে। চট্টগ্রাম পর্বের পর হয়তো আরও দুটি দলের প্লে-অফ অনেকটাই নিশ্চিত হবে। তবে লিগ পর্বের ১০ ম্যাচ থাকবে ঢাকায়। সেখানে আরেকটি জায়গার জন্য রেসে কারা টিকে থাকবে তা হয়তো চট্টগ্রামেই বোঝা যাবে।

×