গেল ৫ আগস্ট ছাত্রজনতার ব্যাপক গণআন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের অনেক হাইভোল্টেজ নেতা।অনেকে আছেন বিচারিক কার্যক্রমের মধ্যে।
সাবেক বিসিবি সভাপতি ও আওয়ামী লীগের সাবেক এমপি নাজমুল হাসান পাপন তিনি ও বর্তমানে দেশের বাহিরে পলাতক রয়েছেন।সর্বশেষ তাকে যুক্তরাষ্ট্রের একটি সুপার শপে দেখা গিয়েছিল।
সম্প্রতি বিডিক্রিকেট পেজের একটি রিলস পাপনকে নিয়ে ভাইরাল হয়েছে।ভাইরাল হওয়া ভিডিওটিতে পাপনকে নিয়ে কথা বলেছেন সাবেক বাংলাদেশি ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন।
ভিডিওতে দেখা যায় সুজন বলছেন, পাপন ভাই পলিটিশিয়ান ছিলেন না আসলে।ক্রিকেট কীভাবে ভালো করবে,কীভাবে ক্রিকেট ডেভেলপ করবে ওনি আসলে সেটাই ভাবতেন।এই এটা করো ওটা কর।ক্রিকেটের প্রতি বেশি ইমোশনাল ছিলেন তিনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভিডিওটি এখন পর্যন্ত ১৮ হাজার ৫০০ রিয়েক্ট এর সাথে ২১০০ জন তাঁদের মন্তব্য জুড়ে দিয়েছেন।
ভিডিও দেখতে: https://www.facebook.com/reel/2447623542243015
ফুয়াদ