.
শাকিল আহমেদ মিরাজ ॥ ইস স্কোরটা যদি একশ’ পেরোতো, তাহলে কী দারুণই না হতো। মালয়েশিয়ার বাঙ্গিতে অনূর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপে ৯১ রানের পুঁজি নিয়েও ২ উইকেটে হারের আক্ষেপে পুড়ল বাংলাদেশের কিশোরীরা। শক্তিতে, সামর্থ্য,ে রেকর্ডে অর্জনে, যে কোনো পর্যায়ের ক্রিকেটে অদম্য অজিদের বাগে পেয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল সুমাইয়া আক্তারের দল। সোমবার আসরের দ্বিতীয় দিনে ৮ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া জয় পেয়েছে মাত্র ৪ বল বাকি থাকতে। এদিকে বৃষ্টির কারণে দুই দিনে সমাপ্ত ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে নাইজিরিয়ার মেয়েরা। প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্টে খেলতে এসে নিজেদের প্রথম ম্যাচেই এলিট কিউইদের বিপক্ষে ২ রানের নাটকীয় জয় তুলে নিয়েছে আফ্রিকান অঞ্চলের দেশটি। কুচিংয়ে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে ৬ উইকেটে ৬৫ রান করে নাইজিরিয়া। জবাবে ৬ উইকেটে ৬৩ রানে থামে নিউজ্যিান্ডের ইনিংস।
এ জয়ে মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপের দ্বিতীয় আসরে টানা দ্বিতীয় জয়ে ডি-গ্রুপ থেকে সুপার সিক্সে এক পা-দিয়ে রাখল অস্ট্রেলিয়া। অন্যদিকে নেপালের বিপক্ষে জয় দিয়ে মিশন শুরু করা বাংলাদেশের গ্রুপে নিজেদের শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে, বুধবার। ১৬ দলের আসরে চার গ্রুপ থেকে যেহেতু তিনটি করে দল সুপার সিক্সে উঠবে। সুমাইয়াদের সামনে তাই এখনো সুযোগ রয়েছে। মাত্র ৯১ রানের পুঁজি নিয়েই বোলিংয়ে অস্ট্রেলিয়াকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে মেয়েরা। রান তাড়ায় অস্ট্রেলিয়া দুই ওপেনার ক্যাট পেলে ও ইনেস ম্যাকিওনের কাছ থেকেই ২৬ রান পেয়ে গিয়েছিল, তাও ৩ ওভারের মধ্যেই। ২ চার ১ ছয়ে ৯ বলে ১৪ রান তুলে ফেলা ম্যাকিওন রানআউট হলে অস্ট্রেলিয়ার রানের গতি কমে। যদিও ওই ১ উইকেট হারিয়ে পঞ্চাশ রানেও পৌঁছে যায় দলটি। এরপর জান্নাতুল মাওয়া পেলকে (১৮ বলে ১৬ রান) আউট করলে বাংলাদেশ ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে। ৫০ থেকে ৬৭-এই ১৭ রানের মধ্যেই অস্ট্রেলিয়ার উইকেট ১ থেকে ৬-এ পরিণত হয়। সাতে নামা এলা ব্রিসকো একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিলেও ৮৬ রানে অষ্টম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৩৫ বলে ৪ চারে ৩০ রানের লড়াকু ইনিংসটির জন্য ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক লুসি হ্যামিল্টন।
অল্প পুঁজি নিয়েও দুর্দান্ত বোলিং করেন জান্নাতুল মাওয়া, আগের ম্যাচে ম্যাচসেরা এ বোলার ৪ ওভারে ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট। শেষ দুই ওভারে বাংলাদেশের হাতে ছিল ৪ রানের পুঁজি। ফাহমিদা ছোঁয়ার করা ওভারে ৪ রান তুলে ম্যাচ সমতায় নিয়ে আসে অস্ট্রেলিয়া। তবে মিড অফে থাকা ফিল্ডার সরাসরি নন স্ট্রাইকের স্টাম্প ভাঙতে পারলে এই ওভারে নবম উইকেটও পেয়ে যেত বাংলাদেশ। সেটা হয়নি। শেষ পর্যন্ত ম্যাচও জেতেনি। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ তৃতীয় ওভার থেকেই নিয়মিত উইকেট হারায়। দুই অঙ্ক স্পর্শ করতে পারেন মাত্র দুজন। ওপেনিংয়ে ১৩ বলে ১৩ রান করেন সুমাইয়া আক্তার সুবর্ণা। পরের পাঁচ ব্যাটারের কেউ ১০ ছুতে পারেননি। ৪৭ রানে ৫ উইকেট হারানো দলকে এগিয়ে নেন আফিয়া আশিমা। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রাখেন। ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে দুই চার ও এক ছক্কায় ২৯ রান করেন তিনি ৩৪ বলে।