ছবি: সংগৃহীত
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ হয়ে তাকে সাদা বলের ক্রিকেটে বিশ্বের সেরা ক্রিকেটার হিসেবে আখ্যা দিয়েছেন। তার মতে, কোহলির মতো ক্রিকেটার এক জীবনে একবারই দেখা যায়।
সোমবার (১৮ জানুয়ারি) সিএবি-তে মহিলাদের অনূর্ধ্ব-১৫ দলের সংবর্ধনা অনুষ্ঠানে সৌরভ বলেন, ৮০টি আন্তর্জাতিক শতরান কোনো সাধারণ ব্যাপার নয়। এটি একেবারেই অবিশ্বাস্য কীর্তি। আমার মতে, কোহলি সাদা বলের ক্রিকেটে সর্বকালের সেরা ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার মাটিতে সাম্প্রতিক টেস্ট সিরিজে ভালো না খেলতে পারলেও কোহলির সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই সৌরভের। তিনি বলেন, পার্থে শতরানের পর কোহলির ব্যাটিং দেখে ভেবেছিলাম, একটি সফল সিরিজ অপেক্ষা করছে। কিন্তু সেটি হয়নি। তবে সব ক্রিকেটারেরই ভালো-মন্দ সময় থাকে। গুরুত্বপূর্ণ হলো নিজের দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা।
ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে কোহলিকে সাবধান করেছেন সৌরভ। বিশেষ করে অফ স্টাম্পের বাইরের বল খোঁচানোর প্রবণতা থেকে বের হয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলির ফর্ম নিয়ে সৌরভ চিন্তিত নন।
রোহিত শর্মা নিয়েও সৌরভ আত্মবিশ্বাসী। অস্ট্রেলিয়ার সিরিজে ব্যর্থ হলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে অন্যভাবে দেখা যাবে বলে মনে করেন তিনি। সৌরভ বলেন, রোহিত সাদা বলের ক্রিকেটে অবিশ্বাস্য। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হলেই অন্য রোহিতকে দেখতে পাবেন।
ভারতের সাম্প্রতিক সীমিত ওভারের পারফরম্যান্সকে ভিত্তি করে সৌরভ মনে করেন, দলটি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার অন্যতম দাবিদার। তবে টেস্টে বিদেশের মাটিতে ভালো করতে হলে ব্যাটসম্যানদের আরও বেশি রান করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
তাবিব