ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

মাঠে উত্তেজনা বনাম পারফরম্যান্স: আলোচনার কেন্দ্রবিন্দুতে তামিম ইকবাল

প্রকাশিত: ২১:১০, ২০ জানুয়ারি ২০২৫

মাঠে উত্তেজনা বনাম পারফরম্যান্স: আলোচনার কেন্দ্রবিন্দুতে তামিম ইকবাল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল সম্প্রতি মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তার ঘন ঘন মেজাজ হারানোর জন্যও আলোচনায় রয়েছেন। চলমান বিপিএলে ফরচুন বরিশালের অধিনায়ক তামিমের সঙ্গে সতীর্থ, প্রতিপক্ষ এবং ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে কয়েকটি ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে পক্ষে-বিপক্ষে তর্ক-বিতর্ক।

 

রংপুর রাইডার্সের বিপক্ষে হেলস কাণ্ড

সিলেটে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে শেষ ওভারের রোমাঞ্চের পর তামিমের সঙ্গে প্রতিপক্ষ ব্যাটার অ্যালেক্স হেলসের কথাকাটাকাটির ঘটনা ঘটে। ম্যাচ শেষে হেলসের অঙ্গভঙ্গি দেখে রেগে যান তামিম। তাকে উদ্দেশ্য করে বলেন, “বি আ ম্যান”। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তারা তামিমকে শান্ত করেন। এই ঘটনার জন্য আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তামিমকে শাস্তি পেতে হয়।

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সাব্বিরের সঙ্গে ঝামেলা

আরেকটি ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সাব্বির রহমানের সঙ্গে বিবাদে জড়ান তামিম। সাব্বিরের ফেইক ফিল্ডিং নিয়ে রাগান্বিত হয়ে তাকে সতর্ক করেন তামিম। স্ট্যাম্প মাইকের সুবাদে দর্শকরা শুনতে পান তামিম বলছেন, “বেশি লাগতে যেও না সাব্বির।” ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা পরে পরিস্থিতি সামাল দেন।

 

সতীর্থদের সঙ্গে ভুল বোঝাবুঝি

চিটাগাং কিংসের বিপক্ষে ডেভিড মালানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হন তামিম। এরপর সতীর্থের প্রতি তার রাগত দৃষ্টিভঙ্গি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি করে।

সমালোচনার জবাব

সাম্প্রতিক বিতর্ক নিয়ে তামিম ফেসবুকে একটি পোস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, “টিভিতে দু-একটি দৃশ্য দেখে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। মাঠের ঘটনাগুলো অনেক সময় সঠিকভাবে ফুটে ওঠে না।”

 

মেজাজ হারানো বনাম মাঠের পারফরম্যান্স

তামিমের মাঠের পারফরম্যান্স অবশ্য মন্দ যাচ্ছে না। চলমান বিপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচে ২৩০ রান করে ফরচুন বরিশালের সর্বোচ্চ স্কোরার তিনি। তামিমের দলও টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। তবে মাঠের বাইরের ঘটনাগুলো তার পারফরম্যান্সকে ছাপিয়ে যাচ্ছে।

তামিমের ভক্তদের কাছে তিনি দীর্ঘদিন ধরে ঠান্ডা মাথার টিমম্যান হিসেবে পরিচিত। কিন্তু সাম্প্রতিক আচরণে অনেকে তাকে নতুন করে চিনতে বাধ্য হচ্ছেন। কেউ কেউ তার রাগ নিয়ন্ত্রণের অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার অনেকেই বিষয়গুলোকে "মাঠের উত্তেজনার অংশ" হিসেবে দেখছেন।

 

তাবিব

×