ছবি: সংগৃহীত
ফুটবল ইতিহাসে এক কিংবদন্তির নাম লিওনেল মেসি। আর্জেন্টাইন এই ফুটবল তারকা তার অসাধারণ খেলায় মুগ্ধ করেছেন বিশ্বের কোটি ভক্তকে। বাঁ পায়ের জাদুতে সাফল্যের এক নতুন মাত্রা স্থাপন করেছেন মেসি। ফুটবল ইতিহাসে সেরা অর্জনগুলোর তালিকায় যেমন তার নাম জ্বলজ্বল করছে, তেমনি তার বাঁ পায়ের বীমা পলিসি নিয়েও তৈরি হয়েছে নতুন রেকর্ড।
২০২২ সালের কাতার বিশ্বকাপে মেসি তার বাঁ পায়ের জন্য ৯০০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৯ হাজার ৩৩৯ কোটি টাকা) মূল্যের বীমা পলিসি কিনেছেন। এটি ক্রীড়াঙ্গনের ইতিহাসে সর্বোচ্চ ব্যয়বহুল অঙ্গ-প্রত্যঙ্গের বীমা হিসেবে বিবেচিত। এর আগে, ২০২১ সালে মেসি তার বাঁ পায়ের জন্য ৭৫০ মিলিয়ন মার্কিন ডলারের বীমা পলিসি করেছিলেন, যা সেই সময়ের অন্যতম ব্যয়বহুল বীমা ছিল।
বিশ্বের আরও কিছু ফুটবল তারকার শরীরের বিশেষ অঙ্গের জন্য বীমা পলিসি রয়েছে। ২০০৬ সালে ডেভিড বেকহ্যাম তার দুই পায়ের জন্য ১৯৫ মিলিয়ন ডলারের বীমা পলিসি করেছিলেন। পরবর্তীতে তিনি ২২৫ মিলিয়ন ডলারে তার পুরো শরীরের বীমা আপগ্রেড করেন।
পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ২০০৯ সালে তার পায়ের জন্য ১৪৪ মিলিয়ন ডলারের বীমা পলিসি করান। এছাড়া, গ্যারেথ বেল তার পায়ের জন্য ২০১৩ সালে রিয়াল মাদ্রিদ ক্লাবের মাধ্যমে ১০০ মিলিয়ন ইউরোর বীমা পলিসি ক্রয় করেন। জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নিউয়ার ২০১৪ সালের বিশ্বকাপের সময় তার হাতের জন্য ৩.৫ মিলিয়ন ডলারের বীমা করেন।
বাঁ পায়ের বীমা নিয়ে মেসি শুধু ফুটবলে নয়, ক্রীড়া ইতিহাসেও একটি বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষ অঙ্গ-প্রত্যঙ্গের জন্য বীমা সাধারণত সহজলভ্য নয় এবং এটি কেবল বিশেষ ব্যক্তি বা প্রয়োজন অনুযায়ী প্রণয়ন করা হয়। মেসির এই ব্যতিক্রমী বীমা তার অসামান্য ক্রীড়াশৈলী এবং গুরুত্বের আরেকটি স্বীকৃতি।
সূত্র: কাতার মোমেন্টস
তাবিব