ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

বিদ্রোহী হয়ে উঠছে দাদাবাবুরা! গরম দেখালেন স্যামসন

প্রকাশিত: ২০:০৪, ১৯ জানুয়ারি ২০২৫

বিদ্রোহী হয়ে উঠছে দাদাবাবুরা! গরম দেখালেন স্যামসন

বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে'কে মনে করিয়ে দেন গৌতম গম্ভীর। কড়া হেডমাস্টারি করা যেন দুইজনেরই দর্শন। জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করতে চাইছিলো ভারতীয় বোর্ড। এমন কঠোর নিয়মকানুন মানতে চাইবে কিনা ভারতীয় ক্রিকেটাররা সেটা নিয়ে যে সংশয় আছে তা হয়তো সত্যি হতে যাচ্ছে। 

বিদ্রোহী হয়ে উঠেছে সঞ্জু স্যামসন, বিজয় হাজারে ট্রফি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সঞ্জু সৈয়দ মোসতাক আলী ট্রফিতে কেরালা টিমের অধিনায়ক ছিলেন। তবে বিজয় হাজারে ট্রফির প্রস্তুতি শিবিরে অংশ নেয়নি। এ কারণে তাকে দল থেকে বাদ দেয় কেরালা ক্রিকেট সংস্থা। ভারতীয় ক্রিকেট বোর্ড সম্প্রতি ঘরোয়া ক্রিকেটকে বাড়তি গুরুত্ব আরোপ করছে। গত বছর ঘরোয়া ক্রিকেট না খেলার কারণে ঈশান কিষান ও শ্রেয়ার আইয়ারকে বার্ষিক চুক্তি থেকে বাদ দেয়া হয়। এবার সঞ্জুর উপরেও কঠোর সিদ্ধান্ত আসতে পারে। ভারতীয় মিডিয়া বলছে সঞ্জুর ব্যাপারে দ্রুত একটা সিদ্ধান্ত জানাবে বিসিসিআই।

অন্যদিকে সঞ্জুর ঘরোয়া ক্রিকেট না খেলার পিছনে দুবাইয়ে ব্যক্তিগত সফরের কথা শোনা যাচ্ছে। যদি এই সফরের যথাযথ কারণ দেখানো না যায়, তাহলে তার ভবিষ্যৎ জাতীয় দলে ঢোকার রাস্তা হয়ে যেতে পারে বন্ধ।

 

সূত্রঃ https://youtu.be/APewz3m-Cjs?si=-BxuJMdDn1tH5mnK

×