ছবি: সংগৃহীত।
বিপিএলের ধারাভাষ্য দিতে দীর্ঘদিন পর বাংলাদেশে এসেছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার ড্যানি মরিসন। শুধু ধারাভাষ্য নয়, তার চিরচেনা মজাদার অঙ্গভঙ্গি এবং প্রাণবন্ত কথোপকথনে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। কমেন্ট্রি বক্স থেকে শুরু করে গ্যালারি কিংবা টসের মঞ্চ, সবখানেই নিজের স্বতন্ত্র রসবোধে মাতিয়ে রাখছেন তিনি।
বিপিএলে তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে ড্যানি মরিসন বলেছেন, উপমহাদেশের সব ক্রিকেটার একাডেমি থেকে উঠে আসে না। এখানকার অনেক প্রতিভা নিজস্ব শক্তি এবং মেধা দিয়ে উঠে আসে।
সাকিব আল হাসানকে নিয়ে কথা বলতে গিয়ে ড্যানি বলেন, এই অঞ্চলে অনেক 'র' ট্যালেন্ট পাওয়া যায়। ভালোমত খুঁজলে সাকিবের মত বাঁকা অলরাউন্ডার মিলতে পারে। সাকিব একজন মহান খেলোয়াড়। তার ক্যারিয়ার শেষের পথে হলেও, তার বোলিং অ্যাকশন ঠিক করার প্রতি মনোযোগ দিলে আবারও ফিরতে পারবে। তার বোলিং সবাই মিস করছে।
ড্যানি মরিসন বিশেষভাবে তরুণ পেসার নাহিদ রানার প্রশংসা করেছেন। তিনি বলেন, “নাহিদের গতি অসাধারণ। তার বল করার ধরন দেখে আমি মুগ্ধ। এমন আরও কয়েকজন পেসারকে দেখেছি যারা জোরে বল করে। তাদের মধ্যে বিশাল সম্ভাবনা আছে।
তবে অভিজ্ঞ পেসারদের তিনি বলেন, মোস্তাফিজ আর তাসকিন খুব বেশিদিন খেলবে না।
ড্যানি মরিসনের মতে, উপমহাদেশের ক্রিকেটারদের প্রতিভা এবং পরিশ্রমই তাদের এগিয়ে নিয়ে যায়। সঠিক নজরদারি এবং সমর্থন পেলে এই অঞ্চল থেকে আরও সাকিবের মতো অলরাউন্ডার উঠে আসবে।
ক্রিকেটপ্রেমীদের কাছে মরিসনের এই মন্তব্য অনুপ্রেরণার। তিনি বিশ্বাস করেন, বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল এবং সঠিক পরিকল্পনায় আরও বড় বড় তারকার জন্ম হবে।
সূত্র: https://www.dailyjanakantha.com/sports/news/764398
সায়মা ইসলাম