ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

মোস্তাফিজ, তাসকিনরা খুব বেশিদিন আর খেলবেন না! 

প্রকাশিত: ১২:১২, ১৯ জানুয়ারি ২০২৫; আপডেট: ১২:২৮, ১৯ জানুয়ারি ২০২৫

মোস্তাফিজ, তাসকিনরা খুব বেশিদিন আর খেলবেন না! 

ছবি: সংগৃহীত।

এই অঞ্চলে অনেক 'র' ট্যালেন্ট পাওয়া যায়। ভালোমত খুঁজলে সাকিবের মত বাঁকা অলরাউন্ডার মিলতে পারে। বিপিএল পেসারদের গতি দেখে মুগ্ধ ধারাভাষ্যকার ড্যানি মরিসন।

বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) চলাকালীন ধারাভাষ্যকার হিসেবে ফিরে এসেছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার ড্যানি মরিসন। কমেন্ট্রি বক্স থেকে শুরু করে টস মঞ্চ কিংবা গ্যালারি—তার মজার অঙ্গভঙ্গি এবং প্রাণবন্ত কথোপকথন বরাবরের মতোই মন জয় করছে ক্রিকেটপ্রেমীদের। তবে এবারের বিপিএলে তরুণ পেসারদের গতি এবং প্রতিভা দেখে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই মিস্টার মাস্তি ম্যান।

ড্যানি মরিসন বলেন, উপমহাদেশে সব ক্রিকেটার একাডেমী থেকে উঠে আসে না। এই অঞ্চলে অনেক ট্যালেন্ট বের হয়ে আসে। সাকিব একজন মহান খেলোয়াড়। যদিও তাঁর ক্যারিয়ার শেষের দিকে। সাকিবের বোলিং সবাই মিস করছে। সে মনেপ্রাণে চাইলে একশন বৈধ করতে পারবে। 

নাহিদ রানার বোলিং গতির প্রশংসা করে মরিসন বলেন, নাহিদের গতি অসাধারণ। এমন অনেক পেসারকে দেখেছি যারা জোরে বল করতে পারে। 

তবে পেসারদের নিয়ে সতর্ক করে বলেন, মোস্তাফিজ, তাসকিনরা খুব বেশিদিন আর খেলবেন না। 

মরিসন আরও বলেন, উপমহাদেশের ক্রিকেটারদের ক্রিকেটের প্রতি ভালবাসা এবং মাটির সঙ্গে তাদের সংযোগ অভূতপূর্ব। এখানে প্রতিভা খুঁজে বের করতে হলে গভীরভাবে দেখতে হবে। 

ড্যানি মরিসনের এই মন্তব্যগুলো বিপিএলের তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণার।

সূত্র: https://www.dailyjanakantha.com/sports/news/764398

সায়মা ইসলাম

×