.
এশিয়া কাপের ফাইনাল, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে গতবারের ফাইনালিস্ট ইংল্যান্ড-বধ, তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজসহ সর্বোপরি টানা চার জয়ের আত্মবিশ্বাস সঙ্গী করে শ্রেষ্ঠত্বের মঞ্চে পা রাখা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপে ঠিকই জয় দিয়ে মিশন শুরু করেছে। তবে অপেক্ষাকৃত দুর্বল নেপালের বিপক্ষে ৫৩ রান করতেই সুমাইয়া আক্তারদের হারাতে হয়েছে ৫ উইকেট, খেলতে হয়েছে ১৩.২ ওভার পর্যন্ত। ৫ উইকেটের জয়ের পরও তাই ব্যাটিং নিয়ে অস্বস্তি থেকে যাচ্ছে। শনিবার মালয়েশিয়া শুরু বিশ্বকাপে টাইগ্রেসদের সাঁড়াশি বোলিংয়ে ১৮.২ ওভারে মাত্র ৫২ রানে গুটিয়ে যায় নেপাল। ১১ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা জান্নাতুল মাওয়া। উদ্বোধনী দিনে স্কটল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে অসিরা। জোহর এবং কুচিংয়ে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ইংল্যান্ড-আয়ারলান্ড এবং নাইজিরিয়া-সামোয়া ম্যাচ। সোমবার শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
‘আমাদের ফিল্ডিং, বোলিং টপ গ্রেডের ধরতে পারেন। ব্যাটিংটা ভালো, কিন্তু অভিজ্ঞতাটা একটু কম। টি২০ খেলার অভিজ্ঞতা কম, সে হিসেবে ব্যাটিংটাকে একটু পিছিয়ে রাখছি। তারপরও আমরা শেষ দুই মাস অনুশীলন করে একটা অবস্থায় দলকে নিতে পেরেছি। আমি আশাবাদী, আমার দল ভালো করবে।’Ñ বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে বলছিলেন কোচ সারওয়ার ইমরান। ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। ৩ ওভারের মধ্যেই ১১ রান তুলতে হারায় ৩ উইকেট। ৩ বলে ১ চারে ৪ রান করে আউট হন সুমাইয়া আক্তার সুবর্না। আরেক ওপেনার ফাহমিদা ছোঁয়া ফেরেন ১ রানে। জুরিয়া ফেরদৌস রানআউটে কাটা পড়েন ২ রান করে। তবে সাদিয়া ইসলামের ১৬ ও অধিনায়ক সুমাইয়া আক্তারের ১২ রানে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় বাংলাদেশ। যদিও দুজনের কেউই ম্যাচ শেষ করে আসতে পারেননি! এর আগে মালয়েশিয়ার বাঙ্গিতে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। শুরু থেকেই বোলাররা উইকেট তুলে নিতে শুরু করলে নেপাল ৩০ রানেই হারায় ৫ উইকেট। এর মধ্যেই একটি ছিল নেপাল অধিনায়ক পূজা মাহোতার। নেপালকে বিশ্বকাপ পর্যন্ত নিয়ে আসার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল পূজার। বিশ্বকাপ বাছাইপর্বে খেলেছিলেন ৬৯ বলে ১৩০ রানের ইনিংস।
সর্বশেষ এশিয়া কাপেও পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পথে ৪৭ রানের ইনিংস খেলেন পূজা। নেপালের এই মূল ব্যাটার হন রানআউট। শেষ পর্যন্ত ৫২ রানে আটকে যায় নেপাল। বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন জান্নাতুল মাওয়া। ১টি করে নিশিতা আক্তার, ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মত আনিসা। কিছুদিন ধরেই ধারাবাহিক ক্রিকেট খেলছে মেয়েরা। গত ডিসেম্বরেই এশিয়া কাপের ফাইনালে খেলেছে দলটি। এরপর টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হারিয়েছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে। এশিয়া কাপের সেমিফাইনালেও নেপালকে হারিয়েছিল বাংলাদেশ। প্রথমবার বিশ্বকাপ খেলা দলটির বিপক্ষে হয়তো সহজ জয়েরই প্রত্যাশা ছিল। কিন্তু কিছুটা বেগ পেতে হলো। সেই হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যালেঞ্জই অপেক অপেক্ষা করছে। অনূর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপের দ্বিতীয় আসর এটি। ২০২৩ আসরের চ্যাম্পিয়ন ভারত। এবার ডি-গ্রুপে বাংলাদেশের শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে, বুধবার। এবারও চারটি গ্রুপে ভাগ হয়ে খেলছে ১৬টি দল। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি করে দল উঠবে সুপার সিক্সে। ১২ দলের সুপার সিক্স পর্বকে আবার দুটি ভাগে ভাগ (গ্রুপ-১ ও গ্রুপ-২) করা হয়েছে, ছয়টি করে দল নিয়ে। সুপার সিক্সের দুটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। ফাইনাল ২ ফেব্রুয়ারি।