ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১

এন্দ্রিকের দুর্দান্ত জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে পৌঁছাল রিয়াল

প্রকাশিত: ১৯:৩১, ১৭ জানুয়ারি ২০২৫

এন্দ্রিকের দুর্দান্ত জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে পৌঁছাল রিয়াল

ছবি: সংগৃহীত

এন্দ্রিকের দুর্দান্ত জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে পৌঁছাল রিয়াল।

ম্যাচের অতিরিক্ত সময়ে সাইডবেঞ্চ থেকে এন্দ্রিক নামলেন। নেমেই করলেন জোড়া গোল, জেতালেন ভুগতে থাকা রিয়াল মাদ্রিদকে। চার মাস পর গোলের দেখা পেলেন এন্দ্রিক। স্পেনিস কোপা দেলরের রাউন্ড অফ সিক্সটিনে রিয়াল মাদ্রিদ ৫-২ গোলের জয় পেয়েছে সেল্টেকের বিপক্ষে।

এ জয়ে রিয়াল মাদ্রিদ পৌছে গেছে কোয়ার্টার ফাইনালে। বিরতির আগে এবং পরে ২ গোল করে দলকে ভালো অবস্থানে নিয়ে যান কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র। পরবর্তীতে সেল্টেক দুই গোল করে ম্যাচে সমতা আনে। খেলা ধীরে ধীরে টাইব্রেকারের দিকে আগালে অতিরিক্ত সময়ে ১০৮ এবং ১১৯ মিনিটে জোড়া গোল করে দলকে জিতিয়ে দেন এন্দ্রিক।

রিয়াল মদ্রিদ শেষ পর্যন্ত জয়ের জন্য লড়াই করতে জানে। সেজন্যই তো রিয়াল মাদ্রিদ কিং অব কামব্যাক।

রাসেল

সম্পর্কিত বিষয়:

×