ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১

বিসিবি মসনদে বসতেই তামিমের দ্বিতীয় অবসর!

প্রকাশিত: ১৮:০৯, ১৭ জানুয়ারি ২০২৫

বিসিবি মসনদে বসতেই তামিমের দ্বিতীয় অবসর!

ছবিঃ সংগৃহীত

বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক বলেছেন, তামিম বাংলাদেশের একজন গ্রেটেস্ট ক্রিকেটার নিঃসন্দেহে। আমরা চাই বাংলাদেশের যারা লিজেন্ডারি ক্রিকেটার আছে, যারা বাংলাদেশের মানুষের কাছে আইডল, সেই মানুষগুলো ক্রিকেট বোর্ডে আসুক। এটা ক্রিকেটের জন্য ভালো হবে।

আমিনুল আরো বলেন, আওয়ামী লীগের যে প্রেতাত্মারা এখনও ক্রিকেট বোর্ডে বসে আছে, তাদের অপসারণ করে দ্রুত সময়ের ভিতরে একটা নিরপেক্ষ বোর্ড তৈরি করতে হবে। যে বোর্ডের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট সামনের দিকে এগিয়ে যাবে। গত ১৭ বছরে খেলার জগতে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে৷

বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে তিনি বলেন, এটি একটি প্রতিষ্ঠিত বোর্ড,সুনাম আছে তাদের।বাংলাদেশের মানুষ ক্রিকেটের দিকে তাকিয়ে থাকে। তাই এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা মানুষ আশা করে না। আসলে আমরা কেউই আশা করি না। দ্রুত আলোচনা করে সমাধানের পথ খোঁজা উচিত। আমি আমাদের ক্রীড়া উপদেষ্টার কাছে বলবো যে, তিনি যেন দ্রুত সময়ের ভিতর এটা সমাধান করে দেয়। 

এদিকে ৩৫ এই থেমে গেছে বাংলাদেশের ইতিহাস সেরা ওপেনারের ব্যাট। কিন্ত তার এই অবসরের কারণ জানতে চায় দেশের সব তামিম ভক্তই। সিস্টেমের সঙ্গে লড়াই করে যখন পারা যায় না তখন সিস্টেমকেই বদল করার কঠিন মিশনে নামছেন তামিম ইকবাল খান। তথ্য অনুযায়ী, অক্টোবরে বিসিবি নির্বাচন করবেন দেশ সেরা এই ওপেনার। সেখান থেকে হয়ে যেতে পারেন বিসিবি প্রেসিডেন্টও। 

২৪ এর যুদ্ধে নতুন বাংলাদেশ পাবার পর বাফুফে পেয়েছে তরুণ নেতৃত্ব। সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন তাবিথ আউয়াল। বিসিবিও পাচ্ছে সেই সুর। নতুন নেতৃত্বের আহ্বান ক্রীড়াঙ্গন সংস্কারপন্থীরা।

বর্তমান সভাপতি ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম এর দ্বন্দ্ব ওপেন সিক্রেট। দুই ক্রিকেট প্ল্যানারের এমন দ্বন্দ্বকে ভালোভাবে নেয়নি কেউই। দায়িত্ব নেওয়ার চার মাসের মাঝে আস্থা হারানোটাই তৈরি করে দিচ্ছে অনেকের প্রবেশের সুযোগ।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সিলেকশন প্যানেলের প্লেয়িং লিস্টে ছিল তামিমের নাম। কিন্ত নিজ থেকে আবার অবসর নিয়ে তামিম নামতে যাচ্ছে দেশের ক্রিকেট বোর্ড গঠনের কাজে। অতীতে সাবেক খেলোয়াড়দের বোর্ড চালানোতে সাফল্য আছে অনেক জায়গায়। তামিম হয়তো এখানেও সেরা হবার সুযোগটি লুফে নিবে।

 

সূত্রঃ https://youtu.be/a4Ebz5eTQHU?si=kGDVwtA7aWoKg2OO

রিফাত

×