ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১

এই মূর্তে সেরা কে? ইয়ামাল নাকি মেসি?

প্রকাশিত: ১৬:৫২, ১৭ জানুয়ারি ২০২৫

এই মূর্তে সেরা কে? ইয়ামাল নাকি মেসি?

লিওনেল মেসির ক্যারিয়ার একটি অবিশ্বাস্য অধ্যায় যা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা হিসাবে গণ্য করা হয়। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে মেসি তার ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে স্বপ্ন পূরণ করেছেন। বার্সেলোনার জার্সিতে দীর্ঘদিন খেলে ক্লাবকে সাফল্যের শীর্ষে নিয়ে যাওয়া মেসি বর্তমানে ইন্টার মিয়ামিতে নিজের শেষ সময়গুলো উপভোগ করছেন এবং এখনও ফুটবলের প্রতি তার ভালোবাসা অটুট রেখেছেন।

তবে তার উত্তরসূরি হিসেবে তরুণ ফুটবলার লামিন ইয়ামালের নাম উঠে আসছে। বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তিনি ইতিমধ্যেই সবার নজর কেড়েছেন। অনেকেই মেসির সঙ্গে ইয়ামালের তুলনা করছেন, তবে বার্সেলোনা ডিফেন্ডার গাভী এবং কোচ হ্যান্সি ফ্লিক এ বিষয়ে দ্বিমত পোষণ করেছেন। তাদের মতে, মেসি সবার থেকে আলাদা এবং তার সঙ্গে ইয়ামালের তুলনা করাটা অপ্রয়োজনীয়। তবে ইয়ামালের প্রতিভা অস্বীকার করার সুযোগ নেই, এবং তিনি যথাযথ যত্ন এবং প্রশিক্ষণ পেলে ভবিষ্যতে আরও বড় তারকা হয়ে উঠতে পারেন।

২০২৫ সালের শুরুটা বার্সেলোনার জন্য দারুণ হয়েছে। বছরের প্রথম শিরোপা তারা জিতেছে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে। যদিও লা লিগায় টেবিল টপার অ্যাথলেটিকো মাদ্রিদের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে রয়েছে, তবুও তাদের বর্তমান ফর্ম আশাব্যঞ্জক।

বার্সেলোনার ভবিষ্যৎ মেসির মতো কিংবদন্তি এবং ইয়ামালের মতো উদীয়মান তারকাদের হাত ধরে নতুন উচ্চতায় পৌঁছাবে বলেই মনে করা হচ্ছে।

রাজু

×