ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১

শুরু হলো ৫১তম আগা খান গোল্ডকাপ গলফ টুর্নামেন্ট

প্রকাশিত: ১৪:১০, ১৭ জানুয়ারি ২০২৫

শুরু হলো ৫১তম আগা খান গোল্ডকাপ গলফ টুর্নামেন্ট

ছবি: সংগৃহীত।

শুক্রবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ বিমান বাহিনীর আয়োজনে কুর্মিটোলা গলফ ক্লাবে ৫১তম আগা খান গোল্ডকাপ গলফ টুর্নামেন্ট, ২০২৫-এর শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

তিন দিনব্যাপী এ টুর্নামেন্টে দেশের সব গলফ ক্লাব এবং কূটনৈতিক সম্প্রদায়ের প্রায় ৫০০ গলফার অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, প্রেসিডেন্ট হাইনেস প্রিন্স আগা খান শিয়া ইমামি ইসমাইলি কাউন্সিল ফর বাংলাদেশের মাদাদ আলী বিরানী, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মো. তৌহিদ হোসেন, এবং টুর্নামেন্ট ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.)।

এছাড়াও উপস্থিত ছিলেন কুর্মিটোলা গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্নেল মো. শহিদুল হক (অব.), ক্লাব সেক্রেটারি কর্নেল এস এম সাজ্জাদ হোসেন, লেডি ক্যাপ্টেন প্রফেসর শাহীন মাহবুবা হক এবং বাংলাদেশ বিমান বাহিনীর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

আগামীকাল (শনিবার, ১৮ জানুয়ারি) কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাঙ্কুয়েট হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।

সায়মা ইসলাম

×