ছবিঃ খালেদ আহমেদ, সংগৃহীত
খুলনা টাইগার্সকে হারিয়ে বিপিএলে দারুণ সূচনা করেছে চিটাগং কিংস। তবে দলের এই জয়ের রাতে ব্যক্তিগতভাবে দুঃসংবাদ পেলেন দলের পেসার খালেদ আহমেদ। ম্যাচ শেষে জানা যায়, তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
শুক্রবার রাত ১টা ৩৭ মিনিটে এক ফেসবুক পোস্টে খালেদের মায়ের মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছে চিটাগং কিংস। সিলেট স্ট্রাইকার্সও শোকবার্তা দিয়ে লিখেছে, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মুরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”
মায়ের মৃত্যুতে শোকাহত খালেদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে ক্রিকেটপ্রেমীরা।
জাফরান