ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১

কিংবদন্তি বক্সার মুহাম্মদ আলীর জন্মদিন আজ

প্রকাশিত: ০৭:৫৩, ১৭ জানুয়ারি ২০২৫

কিংবদন্তি বক্সার মুহাম্মদ আলীর জন্মদিন আজ

মুহাম্মদ আলী, যিনি তাঁর জীবন ও কর্মের জন্য "দ্য গ্রেটেস্ট" নামে পরিচিত, শুধু একজন কিংবদন্তি বক্সার ছিলেন না, তিনি ছিলেন এক প্রতিবাদী এবং মানবাধিকারকর্মীও।  
মুহাম্মদ আলী ১৭ জানুয়ারি ১৯৪২ সালে লুইসভিল, কেন্টাকি, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। 
তাঁর বক্সিং ক্যারিয়ারে তিনি তিনবার বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন হন এবং অসংখ্য ঐতিহাসিক ম্যাচে অংশ নেন, বিশেষ করে সনি লিস্টন, জো ফ্রেজিয়ার এবং জর্জ ফোরম্যানের বিরুদ্ধে লড়াই। 
তবে, তার সবচেয়ে বড় পরিচিতি আসে তাঁর ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, যা তাকে সারা পৃথিবীজুড়ে একজন আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বিশ্বের প্রতি তাঁর অবদান শুধুমাত্র বক্সিং পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। তিনি ছিলেন এক সাহসী নেতা, যিনি নাগরিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা এবং সামাজিক ন্যায়বিচারের জন্য সংগ্রাম করেছেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং সেই সময়ের সামাজিক ও রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করেন।
১৯৮৪ সালে, আলী পারকিনসন্স রোগে আক্রান্ত হন, কিন্তু সে সময়েও তিনি মানবিক কাজ করতে থাকেন এবং বিশ্বব্যাপী শান্তির দূত হিসেবে কাজ করেন।তিনি ৩ জুন ২০১৬ সালে স্কটসডেল, অ্যারিজোনায় মারা যান। 
 ২০১৬ সালে তাঁর মৃত্যু হলেও, তাঁর কর্ম এবং আদর্শ আজও মানুষের মনে জীবিত রয়েছে। তাঁর মৃত্যুর পর বিশ্বব্যাপী শোকের ছায়া নেমে আসে, এবং তিনি কেবল বক্সিং জগতেই নয়, মানবাধিকার এবং সমাজসেবায়ও এক অমর দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

আফরোজা

×