.
১১তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি২০ আসরের তৃতীয় পর্ব শুরু হচ্ছে আজ। চট্টগ্রামে হবে এই আসরের মহাগুরুত্বপূর্ণ ১২টি ম্যাচ। এই ম্যাচগুলো শেষে এবার বিপিএলে প্লে-অফ পর্বে উঠবে কোন চারটি দল তা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। চট্টগ্রাম পর্বে আজ প্রথম ম্যাচেই ভাগ্য নির্ধারণ হয়ে যাবে ঢাকা ক্যাপিটালসের। আজ গত আসরের চ্যাম্পিয়ন ও শক্তিশালী ফরচুন বরিশালের বিপক্ষে বেলা ১টা ৩০ মিনিটে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে ঢাকা টিকে থাকার লড়াইয়ে। হারলেই প্লে-অফে ওঠার সম্ভাবনা একেবারেই শেষ হয়ে যাবে ঢাকার। ৭ ম্যাচ খেলে সবার নিচে থাকা ঢাকা মাত্র ১ ম্যাচ জিতে ২ পয়েন্ট পেয়েছে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একই ভেন্যুতে স্বাগতিক চিটাগং কিংস নামবে খুলনা টাইগার্সের বিপক্ষে। সিলেট পর্বে হ্যাটট্রিক পরাজয় দেখা খুলনা এবার ঘুরে দাঁড়াতে মরিয়া। তবে সবচেয়ে কম ৪ ম্যাচ খেলা চিটাগং ঘরের মাঠে ৫ ম্যাচ খেলার সুযোগ পাবে এবং শতভাগ সাফল্য পাওয়ার লক্ষ্য তাদের।
তবে চট্টগ্রাম পর্ব শুরুর আগেই বুধবার পারিশ্রমিকের চেক বাউন্স করায় অনুশীলন বয়কট করেছেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা যা আলোড়ন তুলেছে।
এবার বিপিএলে নিজেদের প্রথম ম্যাচেই খুলনার মুখোমুখি হয় চিটাগং কিংস। গত ৩১ জানুয়ারি মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে খুলনা জয় পায় ৩৭ রানের ভালো ব্যবধানে। এবার ঘরের মাঠে সেই পরাজয়ের প্রতিশোধ নিতে চাইবে চিটাগং। হার দিয়ে শুরু করে টানা ৩ জয় পেয়েছে তারা। শক্তিমত্তার বিচারে চিটাগং যে কোনো দলকেই হারানোর সামর্থ্য রাখে। পাকিস্তানের ওপেনার উসমান খান বেশ ফর্মে আছেন। এ ছাড়া টপঅর্ডারে হার্ডহিটার পারভেজ হোসেন ইমন, লোয়ার অর্ডারে শামীম হোসেন পাটোয়ারীর মতো দক্ষ ব্যাটার আছেন। এ ছাড়া ইংলিশ তারকা গ্রাহাম ক্লার্ক ছন্দে আছেন। বোলিং বিভাগে জাতীয় দলের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও ডানহাতি পেসার সৈয়দ খালেদ আহমেদের পাশাপাশি রহস্যময় অফস্পিনার আলিস আল ইসলাম আছেন। পাকিস্তানের পেস অলরাউন্ডার মোহাম্মদ ওয়াসিম থাকায় দলে একটা সামঞ্জস্য তৈরি হয়েছে। তাদের সঙ্গে তুলনায় কিঞ্চিৎ পরিমাণে এগিয়ে থাকবে খুলনা। মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে দলটি অবশ্য ধারাবাহিকতা রাখতে পারেনি। আফিফ হোসেন ধ্রুব ফর্মে নেই, অভিজ্ঞ ইমরুল কায়েসও সুবিধা করতে পারছেন না। টানা দুই ম্যাচ জিতে শুরু করে দলটি পরের তিন ম্যাচ হেরেছে। এর মধ্যে দুর্বলতর দুর্বার রাজশাহীর কাছে ২৮ রানে হারটিই তাদের লক্ষ্যচ্যুত করেছে।
পরের দুই ম্যাচে হাতের মুঠোয় আসা জয় হাতছাড়া করেছে নিজেদের ভুলে। সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের কাছে ৮ রানে পরাজিত হয়েছে তারা। তাই প্লে-অফে ওঠার লড়াইয়ে কিছুটা চ্যালেঞ্জে পড়েছে। এবার স্বাগতিক চিটাগংয়ের বিপক্ষেই ঘুরে দাঁড়ানোর মিশন তাদের। প্রথম সাক্ষাতে জয় পাওয়ায় আবার চিটাগংকে হারাতে আত্মবিশ^াসী দলটি। ব্যাটিংয়ে কিছুটা সমস্যা হচ্ছে তাদের ধারাবাহিকতা নিয়ে। নাইম শেখ, মোহাম্মদ নওয়াজ ও মাহিদুল ইসলাম অঙ্কন ধারাবাহিকতা রাখতে পারছেন না। এর মধ্যে নওয়াজ ও অঙ্কন চলটি বিপিএলের অন্যতম সেরা স্ট্রাইকরেটে ব্যাটিং করা দুই ক্রিকেটার। পেস বোলিংয়ে ডানহাতি হাসান মাহমুদ ও বাঁহাতি আবু হায়দার রনির দারুণ এক জুটি রয়েছে। সঙ্গে নাসুম আহমেদের বাঁহাতি স্পিন বোলিং শক্তিতে ভারসাম্য এনেছে। আজ রাতে হবে জমজমাট একটি লড়াই। চট্টগ্রামের উইকেট ব্যাটিং সহায়ক থাকে সাধারণত। তাই ব্যাটিংয়ে ভালো করা দলই জিতবে। সেদিক থেকে ঢাকার টিকে থাকার লড়াইয়ে আজ দুপুরে আগের ম্যাচে জোড়া সেঞ্চুরি হাঁকানো লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিমের কাছে সবার প্রত্যাশা থাকবে বড় কিছু পাওয়ার। টানা ৬ ম্যাচ হেরে যাওয়ার পর বিপিএল রেকর্ড ২৫৪ রান সংগ্রহ করে রেকর্ড ১৪৯ রানে জিতেছে তারা রাজশাহীর বিপক্ষে। অধিনায়ক থিসারা পেরেরা ছাড়াও ছন্দে থাকা হার্ড হিটার সাব্বির রহমান আছেন ব্যাটিং লাইনে আর বোলিংয়ে মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহী। এবার তাই শক্তিধর বরিশালকে চ্যালেঞ্জ জানাতে উন্মুখ তারা।
ঢাকার বিপক্ষে প্রথমবার নামছে ধারাবাহিকতার সমস্যায় ভোগা বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে দলটিতে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয়সহ ফাহিম আশরাফরা থেকে দুর্দান্ত একটি দল তারা। ৫ ম্যাচে ৩ জয়, ২ হার দেখা বরিশাল বিপর্যস্ত ঢাকার বিপক্ষে জিততেই নামবে। অবশ্য পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি ও ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইল মেয়ার্সকে পাচ্ছে না তারা।