লামিন ইয়ামাল
বার্সেলোনার তারকা মিডফিল্ডার ইলকায় গুনদোগান সম্প্রতি "দ্য রণবীর শো"-তে উপস্থিত হয়ে একটি মজার ঘটনা শেয়ার করেছেন। ঘটনাটি গত মৌসুমে বার্সেলোনা ও পোর্তোর মধ্যকার ম্যাচের।
গুনদোগান বলেন, "আমরা পোর্তোর বিপক্ষে ১-০ গোলে এগিয়ে ছিলাম এবং সবকিছু ঠিকঠাক চলছিল। তবে দ্বিতীয়ার্ধে, ৬০তম মিনিটে, আমরা হঠাৎ চাপে পড়তে শুরু করি। মনে হচ্ছিল প্রতিপক্ষ যেন একজন অতিরিক্ত খেলোয়াড় নিয়ে খেলছে।"
কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন, বার্সেলোনার এক খেলোয়াড় মাঠ ছেড়ে বাথরুমে গেছেন। সেই খেলোয়াড় ছিলেন লামিন ইয়ামাল।
গুনদোগান জানান, "লামিন মাঠ ছেড়ে বাথরুমে গিয়েছিল এবং দেরি করে ফিরে আসে। তাই তাকে বদলি করতে হয়। টেকনিক্যাল স্টাফরা গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে তাকে অপেক্ষা করছিলেন। কিন্তু অনেকক্ষণ পরও সে না ফেরায় অবশেষে পরিবর্তন আনতে বাধ্য হন।"
তিনি আরও যোগ করেন, "আমি তখন বলেছিলাম, ‘আমরা তো ১০ জন নিয়ে খেলছি! আপনারা কি বদলি খেলোয়াড় পাঠাবেন না?’"
ম্যাচের এমন মজার ঘটনা স্মরণ করে গুনদোগান বললেন, এটি সবার জন্যই একটি হাসির বিষয় হয়ে দাঁড়িয়েছিল।
জাফরান