ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

এল ক্লাসিকোতে বার্সার ফাইভস্টার জয়, রিয়ালের হতাশা

প্রকাশিত: ১৬:৪৩, ১৩ জানুয়ারি ২০২৫

এল ক্লাসিকোতে বার্সার ফাইভস্টার জয়, রিয়ালের হতাশা

ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার এল ক্লাসিকো ম্যাচে উত্তেজনা ও নাটকীয়তার কোনো অভাব ছিল না। সাত গোলের রোমাঞ্চকর ম্যাচে লাল কার্ডও দেখেছে মাঠ। তবে শেষ পর্যন্ত স্কোরবোর্ডই প্রমাণ করে দিয়েছে, বার্সা কতটা দাপুটে পারফরম্যান্স করেছে।  

ম্যাচের শুরুটা ছিল রিয়াল মাদ্রিদের জন্য স্বপ্নময়। ম্যাচ শুরুর মাত্র ৫ মিনিটেই কিলিয়ান এমবাপে ডান পায়ে নিচু শটে বল জালে জড়ান, বার্সা ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে রিয়ালকে এগিয়ে দেন। এই গোলে রিয়াল সমর্থকরা আশা করেছিলেন, লা লিগায় পাওয়া হারের বদলা সুপার কাপে নেবে তাদের দল।  

কিন্তু ম্যাচে ফিরতে বেশি সময় নিল না বার্সা। ম্যাচের ২২ মিনিটেই খেলায় সমতা ফেরাল বার্সা। লামিনে ইয়ামাল মাদ্রিদের তিন জন ডিফেন্ডারের মাঝখান থেকে যে জায়গা থেকে বল জালে জড়ালেন, রিয়াল গোলরক্ষক কুর্তোয়ার কিছুই করার ছিল না। গোল করেই আরও উজ্জীবিত হয়ে উঠে বার্সা। ১৪ মিনিটের মধ্যে পেনাল্টি পেয়ে যায় বার্সেলোনা। বক্সের মধ্যে জাভিকে ইচ্ছাকৃত ভাবে ফাউল করেন কামাভিঙ্গা , পেনাল্টি থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন রবার্ট লেওনডোস্কি।২-১ করার পর ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের দিকে নিয়ে নেয় বার্সা। এরপর রাফিনহা জোড়া গোল করে ব্যবধান ৪-১ করে ফেলেন। ৩৯ মিনিটে প্রায় মাঝমাঠ থেকে কুন্দে লম্বা এক পাস বাড়ান রিয়ালের বক্সে, সেখানে অরক্ষিত অবস্তায় ছিলেন রাফিনিয়ার। দুর্দান্ত এক হেডে ব্যবধান ৩-১ করেন রাফিনিয়া। নির্ধারিত ৪৫ মিনিট শেষে দেওয়া হয় অতিরিক্ত ৯ মিনিট। শেষ মিনিটেই কাউন্টার অ্যাটাকে ব্যবধান ৪-১ করে ফেলেন আলেয়ান্দ্রো বালদে

নাটক অবশ্য বিরতির পরেও হলো। দ্বিতীয়ার্ধের শুরুতেই রাফিনিয়া নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন। তারপর আবার রিয়াল কমাল। বার্সেলোনা গোল সংখ্যা বাড়াতে পারে নি। লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন বার্সা গোলকিপার ভয়চেক সেজনি, এমবাপেকে ডি-বক্সের বাইরে ফাউল করে লাল কার্ড দেখেন গোলরক্ষক সিজনি। ৬০ মিনিটে রিয়ালের হয়ে গোল করে ব্যবধান কমালেন রদ্রিগো। ৪-২ হল ম্যাচের ফল। কিন্তু এরপরও বার্সার দাপট কমল না। শেষের প্রায় ৪০ মিনিট বার্সা খেলল ১০ জন নিয়ে। তবে সুযোগটা নিতে পারল না রিয়াল মাদ্রিদ। সৌদি আরবের মাটিতে হ্যান্স ফ্লিকের কোচিংয়ে এই প্রথম কোনও ট্রফির স্বাদ পেল বার্সেলোনা। ১৫তম বার সুপার কাপ জিতল বার্সেলোনা।

রাসেল

×