তানজিদ তামিম ও লিটন দাস
রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন রান খরায় থাকার কারণে বাদ পড়েছেন টানা নির্ভরযোগ্য ওপেনার হিসেবে খেলা লিটন কুমার দাস। সেই দলে জায়গা ধরে রেখেছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। উভয়ে স্বীকৃত টি২০ ক্রিকেটে এদিন সেঞ্চুরি হাঁকিয়েছেন। লিটন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন আর তানজিদ হাঁকিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় শতক।
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি২০ আসরে শতক হাঁকান ঢাকা ক্যাপিটালসের সতীর্থ হয়ে নামা এ দুই ক্রিকেটার। ফলে স্বীকৃত টি২০-তে রেকর্ড বুক তছনছ হয়েছে। তানজিদ ৬৪ বলে ১০৮ রানে ফিরে গেলেও লিটন ৫৫ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন।
ওপেনিংয়ে নেমে তারা ঢাকা ক্যাপিটালসে নির্ধারিত ২০ ওভারে ১ উইকেটে ২৫৪ রান তুলে দেন। এটি বিপিএলে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। ২৪১ রানের রেকর্ড ওপেনিং জুটি গড়েছেন তারা। স্বীকৃত টি২০ ক্রিকেটের ইতিহাসে বিশে^ এটি ওপেনিং জুটিতে দ্বিতীয় সর্বাধিক রান। চীনের বিপক্ষে জাপান চলতি বছর ওপেনিং জুটিতে অবিচ্ছিন্ন ২৫৮ রানের জুটির বিশ^রেকর্ড গড়েছে।
বিপিএল ইতিহাসে যেকোনো উইকেটে অবশ্য লিটন-তানজিদের জুটির রেকর্ড হয়েছে। ২০১৭ সালের বিপিএলে ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ২০১ রানের জুটি গড়েন রংপুর রাইডার্সের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। আর প্রথম উইকেটে রেকর্ড ছিল অবিচ্ছিন্ন ১৯৭ রানের। সেটি ২০১৩ সালের বিপিএলে খুলনার হয়ে শাহরিয়ার নাফীস ও লুই ভিনসেন্ট করেছিলেন দুরন্ত রাজশাহীর বিপক্ষে।
রবিবার লিটন মাত্র ৪৪ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন। এটি বিপিএলে কোনো বাংলাদেশীর দ্রুততম সেঞ্চুরি। বিপিএলে দ্রুততম সেঞ্চুরি পাকিস্তানের আহমেদ শেহজাদের, তিনি বরিশাল বার্নার্সের হয়ে দুরন্ত রাজশাহীর বিপক্ষে ২০১২ সালের প্রথম আসরে। ক্রিস গেইল বিপিএলে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান ২০১২ সালে ৪৪ বলে শতক হাঁকিয়ে।
এবার তাকে ছুঁয়ে ফেলেছেন লিটন। তিনি শেষ পর্যন্ত ৫৫ বলে ১০ চার, ৯ ছক্কায় ১২৫ রানে অপরাজিত থাকেন। বাঁহাতি তানজিদ গত আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন। এবার তিনি দ্বিতীয় শতক হাঁকিয়ে ৬৪ বলে ৬ চার, ৮ ছক্কায় ১০৮ রান করে বিদায় নেন।