ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

জায়ান্টদের গোল উৎসবের রাত

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:২৯, ১৩ জানুয়ারি ২০২৫

জায়ান্টদের গোল উৎসবের রাত

গোলের উচ্ছ্বাস লিভারপুলের ইতালিয়ান তারকা ফেডেরিকো চিয়েসার

এফএ কাপের তৃতীয় রাউন্ডে রীতিমতো গোল উৎসবে মেতেছে বড় দলগুলো। শনিবার পাঁচটি ম্যাচেই ৩১ গোল দেখার সুযোগ পেয়েছেন ভক্ত-সমর্থকরা। তবে এদিন সবচেয়ে বড় জয়টা পেয়েছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার শিষ্যরা এদিন ৮-০ গোলে বিধ্বস্ত করেছে তুলনামূলক খর্ব শক্তির দল স্যালফোর্ডকে। লিচেস্টার সিটি ৬-২ ব্যবধানে হারিয়েছে কুইন্স পার্ক রেঞ্জার্সকে। চেলসি ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে মোরকাম্বেকে। বোর্নমাউথ ৫-১ ব্যবধানে হারিয়েছে ওয়েস্টব্রমউইচকে। এছাড়া, প্রিমিয়ার লিগের আরেক জায়ান্ট লিভারপুল ৪-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে অ্যাক্রিংটন স্ট্যানলির বিপক্ষে। 
গত বছরটা খুব বাজেভাবেই শেষ হয়েছিল ম্যানচেস্টার সিটির। কিন্তু নতুন বছরের শুরু থেকেই যেন ভিন্ন বার্তা দিচ্ছে গার্দিওলার দল। লিগে প্রথম ম্যাচে ৪-১ গোলে ওয়েস্টহ্যামকে হারিয়ে স্বস্তিতেই সূচনা করে। শনিবার ঘরের মাঠ ইত্তিহাদে এফএ কাপের ম্যাচে স্যালফোর্ড সিটিকে স্বাগত জানায় সিটিজেনরা।  অনিয়মিত মুখদের একাদশে সুযোগ করে দেন গার্দিওলা। হতাশ করেননি তারা। গুনে গুনে ৮বার প্রতিপক্ষের জালে বল জড়ায় ম্যানচেস্টার সিটি। স্বাগতিকদের হয়ে হ্যাটট্রিক করেন স্যালফোর্ডেই জন্ম নেওয়া ফুটবলার জেমস ম্যাকঅ্যাটি।

দ্বিতীয়ার্ধের ৬২, ৭২ এবং ৮১ মিনিটে গোল তিনটি করেন তিনি। জোড়া গোল করেছেন জেরেমি ডোকু। ৮ মিনিটে গোল উৎসবের সূচনা করার পর ৬৯ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন তিনি। এছাড়া, একটি করে গোল করেন জ্যাক গ্রিলিশ, ডিভিন মুবামা এবং নিকো ও’রেইলি। ২০১৯ সালের জানুয়ারির পর সবচেয়ে বড় ব্যবধানের জয়ে দারুণ উচ্ছ্বসিত সিটিজেনদের কোচ পেপ গার্দিওলা।
উড়তে থাকা লিভারপুল অবশ্য আগের ম্যাচেই টটেনহ্যাম হটস্পারের কাছে লিগ কাপে ১-০ গোলে হেরে নতুন বছরের সূচনা করে। এফএ কাপের তৃতীয় রাউন্ডে শনিবার ৪-০ গোলে অ্যাক্রিংটন স্ট্যানলিকে বিধ্বস্ত করে। অলরেডদের হয়ে গোল চারটি করেন চারজন।

২৯ মিনিটে দিয়েগো জোতার মাধ্যমে উৎসবের শুরু করা লিভারপুলকে ৪৫ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে দেন আলেক্সান্ডার আরনল্ড। দ্বিতীয়ার্ধে বাকি দুটি গোল করেন যথাক্রমে ডানস এবং চিয়েসা। মোরকাম্বের বিপক্ষে ৫-০  ব্যবধানে জেতা ম্যাচে চেলসির হয়ে দুটি করে গোল করেন এডারাবিওয়ো এবং জোয়াও ফেলিক্স।

×