ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

শান্তর নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগাররা

মো. মামুন রশীদ

প্রকাশিত: ০০:২১, ১৩ জানুয়ারি ২০২৫

শান্তর নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগাররা

অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ও তাওহীদ হৃদয়ের সঙ্গে পারভেজ হোসেন ইমন  (পেছনে)

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বেঁধে দেওয়া সময়ের  শেষদিন চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার দুপুরে এই দল ঘোষণা করা হয়। সেই দলে জায়গা হয়নি বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানের।  বোলিংয়ে নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি অ্যাকশনে ত্রুটি থাকায়। এছাড়া ধারাবাহিকভাবে রান খরায় ভোগা লিটন কুমার দাসকে বাদ দেওয়া হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। সেই সিরিজের দলে থাকা আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, শরিফুল ইসলামও ছিটকে গেছেন। ইনজুরি সমস্যায় থাকা নাজমুল হোসেন শান্ত গত সিরিজ খেলেননি। অধিনায়ক হিসেবেই ফিরেছেন তিনি। এছাড়া ইনজুরিতে বাইরে থাকা অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তরুণ তাওহিদ হৃদয় এবং ব্যক্তিগত কারণে বিরতিতে থাকা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ফিরেছেন।

দল নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ব্যাখ্যাও দিয়েছেন। এই দলে বড় চমক এখন পর্যন্ত ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ৭টি আন্তর্জাতিক টি২০ খেলা বাঁহাতি টপঅর্ডার পারভেজ হোসেন ইমনের অন্তর্ভুক্তি। হাইব্রিড মডেলে ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ চলবে এই আসর পাকিস্তান ও আরব আমিরাতে। 
এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বাংলাদেশের অভিজ্ঞ ২ ক্রিকেটারকে নিয়েই ছিল আলোচনা। কারণ মুশফিকের ইনজুরি, সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটিসহ গত ৩টি সিরিজ না খেলা ইত্যাদি ছিল আলোচনায়। এর পাশাপাশি বাঁহাতি ওপেনার তামিম ফিরবেন কিনা সে বিষয়টি নিয়েও ছিল জোর আলোচনা। তবে সাকিব মূলত  বোলিং অ্যাকশনের ত্রুটি থাকায় নিষেধাজ্ঞা পাওয়াতে তাকে নিয়ে আর কোনো ভাবনার কারণ থাকেনি।

তাই রবিবার দুপুরে সাকিবকে ছাড়াই নির্বিঘেœ দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক লিপু। এই দল থেকে এমনকি লিটনও ছিটকে পড়েছেন। টপঅর্ডারে তার ঘাটতি পূরণে তরুণ পারভেজকে নেওয়া হয়েছে। তিনি সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে দলে থাকলেও খেলার সুযোগ পাননি। তবে ৭ টি২০ খেলেছেন তিনি। এবার ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ২২ বছর বয়সী এ তরুণ বড় আসরেই বাংলাদেশের  স্কোয়াডে ঠাঁই করে নিলেন।

লিটনের বাদ পড়া ও পারভেজের দলে আসা নিয়ে প্রধান নির্বাচক লিপু বলেছেন, লিটনের ক্লাস,  মেধা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে ফর্মে ঘাটতি দেখা দিলে, সেই সঙ্কট থেকে তাকে বের করে নিয়ে আসার জন্য যদি তাকে নিয়ে কাজ করতে পারি, তাহলে তাকে আরও শক্তিশালীভাবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে আনতে পারব। লিটনের (না থাকার কারণ) ছন্দহীনতা। দীর্ঘদিন ধরে এই সংস্করণে রানের তীব্র খরায় ভুগছে সে।

আউট হওয়ার ধরনগুলোও অনেকটা একই রকম। পারভেজ ইমনকে নিয়ে আপনারা বলতে পারেন আহামরি কোনো পারফর্ম্যান্স তার নেই। এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয়েছে আমরা যে জিনিসটা খুঁজছি বিশেষ করে সাদা বলের ক্রিকেটে, পাওয়ারপ্লেতে আগ্রাসী-ইমপ্যাক্টফুল ব্যাটিং; সে জিনিসটা তার মধ্যে আছে।
আফিফ ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ফিরে ভালো করতে পারেননি, তাই আবার বাদ পড়েছেন। ইনজুরিতে পড়া সৌম্য এখন সুস্থ। অধিনায়ক হিসেবেই বহাল আছেন শান্ত, মুশফিকও ইনজুরি কাটিয়ে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি২০ আসরে খেলছেন। সাকিব না থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে টিকে গেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। সঙ্গে লেগস্পিনার রিশাদ হোসেনও আছেন।

ইনজুরি কাটিয়ে তাওহিদও ফিরেছেন দলে। তবে বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও ডানহাতি হাসান মাহমুদের জায়গা হয়নি। ৪ পেসার নিয়ে সাজানো দলে আছেন নাহিদ রানা, তাসকিন আহমেদ, তানহিম হাসান সাকিব ও মুস্তাফিজ। সবার মধ্যমণি হিসেবে অভিজ্ঞতম মাহমুদুল্লাহ রিয়াদ আছেন দলে। এ দলটি নিয়ে লিপু বলেছেন, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের নজর থাকবে আমাদের বোলিংয়ের যে শক্তির জায়গাটা আছে, সেটা নিয়ে আমরা ওয়েস্ট ইন্ডিজে রান ডিফেন্ড করতে পারিনি।

একই রকম পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রাওয়ালপিন্ডিতেও আছে। চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯ জানুযারি থেকে ৯ মার্চ পর্যন্ত হাইব্রিড মডেলে পাকিস্তান ও আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এর পর পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবেন শান্তরা। ‘বি’ গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও ইংল্যান্ড। করাচিতে ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি।
বাংলাদেশ দল ॥ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।

×