ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

সিলেটে ঢাকার তুফান, টানা ৬ হারের পর রাজকীয় ফেরা

প্রকাশিত: ২২:৩৯, ১২ জানুয়ারি ২০২৫; আপডেট: ২২:৪৬, ১২ জানুয়ারি ২০২৫

সিলেটে ঢাকার তুফান, টানা ৬ হারের পর রাজকীয় ফেরা

ছবি: সংগৃহীত

গত বছরের ব্লকবাস্টার সিনেমা ‘তুফান’ দিয়ে সিনেমা দুনিয়ায় ঝড় তোলা সুপারস্টার শাকিব খান এবার ক্রিকেট মাঠেও দেখালেন সেই তুফানের ঝলক। টানা হারের বৃত্তে ঘুরপাক খাওয়া ঢাকা ক্যাপিটালস অবশেষে সিলেটের মাটিতে দুর্বার রাজশাহীর বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিল। লিটন দাস ও তানজিদ হাসান তামিমের রেকর্ড গড়া জোড়া সেঞ্চুরিতে দলটি বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহ করে ১৪৯ রানের বড় ব্যবধানে জয় পেল।

 

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হারানোর হতাশা যেন মুছে ফেললেন লিটন কুমার দাস। সিলেটে দুর্বার রাজশাহীর বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের হয়ে ঝড়ো ইনিংস খেলে নিজের জাত চিনিয়ে দিলেন তিনি। লিটনের সঙ্গে দারুণ সঙ্গ দিয়ে রেকর্ড গড়া ইনিংস খেললেন তানজিদ হাসান তামিম। এই জুটির ব্যাটে বিপিএলের ইতিহাসে সবচেয়ে বড় দলীয় সংগ্রহসহ ভেঙেছে একের পর এক রেকর্ড।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের ইনিংসে ঝড় তুলেছেন ওপেনার লিটন দাস। ৮টি চার ও ৭টি ছক্কায় ৪৪ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি। বিপিএল ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। একই সংখ্যক বলে ২০১২ সালে সিলেট রয়্যালসের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল। তবে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন লিটন।

 

তার সঙ্গে তাল মিলিয়ে ইনিংসের শেষ ওভারে সেঞ্চুরি তুলে নেন তানজিদ হাসান তামিম। ১০৮ রান করে আউট হলেও, বিপিএলে তামিম ইকবালের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুইটি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি।

সর্বোচ্চ রানের জুটি ও দলীয় সংগ্রহ

লিটন-তামিমের ব্যাটে আসে ২৪১ রানের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটি, যা বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপ। পেছনে ফেলে দিয়েছেন ২০১৭ সালে ব্রেন্ডন ম্যাককালাম ও ক্রিস গেইলের করা ২০১ রানের রেকর্ড।

 

ঢাকা ক্যাপিটালস ১ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৫৪ রান, যা বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের রেকর্ড ছিল ২০১৯ সালে রংপুর রাইডার্সের ২৩৯ রান।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দুর্বার রাজশাহী। প্রথম ওভারে পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হারিস শূন্য রানে আউট হন। অধিনায়ক এনামুল হক বিজয়ও গোল্ডেন ডাক মেরে ফেরেন। পাওয়ারপ্লেতে ৪ উইকেট হারিয়ে মাত্র ৩৪ রান তোলে তারা।

 

রাজশাহীর হয়ে কিছুটা লড়াই করেন রায়ান বার্ল। ৩২ বলে ৪৭ রান করে অপরাজিত থাকলেও বড় ব্যবধানের হার এড়ানো যায়নি। মাত্র ১০৫ রানেই গুটিয়ে যায় রাজশাহী।

ঢাকার ১৪৯ রানের রেকর্ড জয়

১৪৯ রানের বিশাল ব্যবধানে জয় পায় ঢাকা ক্যাপিটালস। বোলিংয়ে মুুকিদুল ইসলাম মুগ্ধ, আবু জায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন সৈকত এবং ফারমানউল্লাহ ২টি করে উইকেট শিকার করেন। মুস্তাফিজুর রহমান নেন ১টি উইকেট।

 

লিটন-তামিমের ব্যাটে আজ সিলেট স্টেডিয়ামে রেকর্ডের পাহাড় গড়েছে ঢাকা ক্যাপিটালস। মাঠে একের পর এক রেকর্ড গড়ে দলটি ফিরে পেয়েছে আত্মবিশ্বাস। শাকিব খানের মালিকানাধীন দলটি এমন জয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছে প্রতিপক্ষদের।

তাবিব

×