ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

বিপিএলে রেকর্ডের ঝড়, ইতিহাস গড়লো ঢাকা ক্যাপিটালস

প্রকাশিত: ২০:৫৭, ১২ জানুয়ারি ২০২৫

বিপিএলে রেকর্ডের ঝড়, ইতিহাস গড়লো ঢাকা ক্যাপিটালস

ছবি: সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রেকর্ডের ঝড় তুললেন লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম। জাতীয় দল থেকে বাদ পড়ার দিনেই লিটন ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে নিজেকে প্রমাণ করলেন। তার সঙ্গে তাল মিলিয়ে ওপেনিং পার্টনার তামিমও খেললেন অসাধারণ ইনিংস। তাদের ঐতিহাসিক জুটিতে বিপিএলের রেকর্ডবুক যেন ওলটপালট হয়ে গেল।

 

বিপিএলের এই ম্যাচে রেকর্ডগুলো দেখা যাক এক নজরে 

লিটনের ব্যাটে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি

মাত্র ৪৪ বলে সেঞ্চুরি তুলে নিলেন লিটন কুমার দাস, যা বিপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। একই সংখ্যক বলে ২০১২ সালে সিলেট রয়্যালসের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ইউনিভার্স বস ক্রিস গেইল। তবে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এটি এখন পর্যন্ত দ্রুততম সেঞ্চুরি।

তানজিদের দ্বিতীয় সেঞ্চুরির কীর্তি

ইনিংসের শেষ ওভারে সেঞ্চুরি তুলে নিলেন তানজিদ হাসান তামিম। ১০৮ রান করে ফিরলেও তিনি গড়লেন আরেক রেকর্ড। তিনি এখন তামিম ইকবালের সঙ্গে বিপিএলে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ দুইটি সেঞ্চুরির মালিক।

বিপিএলে সর্বোচ্চ জুটির রেকর্ড

লিটন ও তামিমের ব্যাটে উঠলো ২৪১ রানের রেকর্ড জুটি। যা বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপ। পেছনে ফেললেন ২০১৭ আসরে ব্রেন্ডন ম্যাককালাম ও ক্রিস গেইলের ২০১ রানের রেকর্ড জুটিকে।

বিপিএলে সর্বোচ্চ দলীয় রান

ঢাকা ক্যাপিটালস মাত্র ১ উইকেটে তুলেছে ২৫৪ রান, যা বিপিএলের নতুন সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের রেকর্ড ছিল ২০১৯ সালে রংপুর রাইডার্সের করা ২৩৯ রান।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রথম উইকেটে সর্বোচ্চ রান

লিটন-তামিমের ২৪১ রানের উদ্বোধনী জুটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসেও প্রথম উইকেটে সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল আইপিএলে বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের ২২৯ রানের পার্টনারশিপ।

লিটনের ব্যাটে নির্বাচকদের জবাব

জাতীয় দল থেকে বাদ পড়ার পরদিনই ব্যাট হাতে ঝড় তুললেন লিটন। নির্বাচকদের উদ্দেশ্যে ব্যাটেই জবাব দিলেন তিনি। এমন পারফরম্যান্স নির্বাচকদের ভাবনায় ফেলবে নিঃসন্দেহে।

সিলেট স্টেডিয়ামে লিটনের আরেকটি রেকর্ড ইনিংস

এর আগেও সিলেট স্টেডিয়ামে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ১৭৬ রানের ইনিংস খেলেছিলেন লিটন। এবার বিপিএলেও এই মাঠ থেকে পেলেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

ক্রিস গেইলের পাশে লিটন, আহমেদ শেহজাদের রেকর্ড অক্ষুণ্ণ

লিটন ৪৪ বলে সেঞ্চুরি করে গেইলের রেকর্ড স্পর্শ করলেও দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখনো আহমেদ শেহজাদের দখলে। তিনি ৪০ বলে করেছিলেন সেঞ্চুরি।

 

তাবিব

×