ছবি: সংগৃহীত
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেখান থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ওপেনার লিটন কুমার দাস।
১৫ সদস্যের এই দল ঘোষণা করেছে বিসিবি। সেখানে অনুপস্থিত লিটন কুমার দাস এবং সাকিব আল হাসানের নাম। যদিও লিটনের বাদ পড়ার বিষয়ে বিসিবির প্রধান ব্যাখ্যা দিয়েছেন।
ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেরা আট দলের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণার পর থেকেই লিটন দাসের অনুপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এ নিয়ে বিসিবি প্রধান লিপু জানিয়েছেন, 'সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো করতে না পারায় লিটনকে দলে রাখা হয়নি।'
এছাড়াও লিটনের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘রানের খরায় ভুগছে সে। তার আউট হওয়ার ধরনগুলো প্রায় একই রকম। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে পাওয়ারপ্লের সময় যে ধরনের সুযোগ কাজে লাগানোর প্রয়োজন, সেটি লিটন করতে পারেনি। ”
জানা গেছে, লিটনের জায়গায় ওপেনার হিসেবে দলে জায়গা পেয়েছেন তরুণ পারভেজ হোসেন ইমন। নির্বাচক প্যানেল বিশ্বাস করছে, নতুন রক্তের মিশ্রণে দলের জন্য ইতিবাচক ফলাফল আনতে পারবে বাংলাদেশ।
লিটন দাসের বাদ পড়া নিয়ে বিসিবি মনে করছে, এই টুর্নামেন্টের জন্য তরুণদের ওপর আস্থা রেখে দেখতে হবে দলটি নিজেদের পারফরম্যান্স দিয়ে সমালোচনার জবাব দিতে পারে কি না।
শিলা ইসলাম