ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

ওয়ানডে অভিষেকের আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নতুন মুখ

প্রকাশিত: ১২:৪৮, ১২ জানুয়ারি ২০২৫

ওয়ানডে অভিষেকের আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নতুন মুখ

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের ২৬ বছর বয়সী ডানহাতি পেসার বেন সিয়ার্সকে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়েছে, যদিও এখনো ওয়ানডেতে তার অভিষেক হয়নি।  

২০১৭ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এখন পর্যন্ত সিয়ার্স খেলেছেন ১৭টি টি-টোয়েন্টি এবং ১টি টেস্ট ম্যাচ। ওয়ানডেতে অভিষেকের অপেক্ষা রয়ে গেছে তার। নিউজিল্যান্ডের সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।  

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও এবার সুখবর পেয়েছেন সিয়ার্স। নিউজিল্যান্ড ঘোষিত চ্যাম্পিয়নস ট্রফির দলে ডাক পেয়েছেন তিনি। চমকের এখানেই শেষ নয়। ৬ ওয়ানডে খেলা পেসার উইলিয়াম পিটার ও’রুয়র্ক এবং ৫ ওয়ানডে খেলা অলরাউন্ডার নাথান গ্রেগরি স্মিথকেও দলে অন্তর্ভুক্ত করেছে কিউইরা।

শুধু তরুণ নয়, ১৫ সদস্যের নিউজিল্যান্ড দলে জায়গা পেয়েছেন কেইন উইলিয়ামসন, টম ল্যাথামের মতো অভিজ্ঞরাও। প্রথমবারের মতো এমন বৈশ্বিক আসরে কিউইদের নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার। অনুমিতভাবে দলে জায়গা পেয়েছেন মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্রর মতো তারকারা। বোলিংয়ে তরুণ পেসারদের সঙ্গে আছেন অভিজ্ঞ ম্যাট হেনরি-লোকি ফার্গুসনের মতো অভিজ্ঞতার মিশেল।

উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি যাত্রা শুরু করবে নিউজিল্যান্ড। ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে কিউইদের প্রতিপক্ষ বাংলাদেশ। আর ২ মার্চ দুবাইয়ে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে স্যান্টনারের দল।

নিউজিল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফির দল:

মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল,মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুয়র্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেইন উইলিয়ামসন ও উইল ইয়াং।

রাসেল

×