স্প্যানিশ সুপার কাপের ফাইনাল আজ। নিজেদের জার্সি নিয়ে এভাবেই ক্যামেরাবন্দি হন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের কোচ হ্যান্সি ফ্লিক
আজ থেকে শুরু হলো নতুন মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। মেলবোর্ন পার্কে নিজেদের সেরাটা ঢেলে দেওয়ার জন্য ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে খেলোয়াড়রা। অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককে বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার। এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মিশনে নামছেন ইতালিয়ান তারকা।
অন্যদিকে, মেয়েদের এককে টানা দুইবারের শিরোপাধারী এরিনা সাবালেঙ্কা। এবার নতুন রেকর্ড হাতছানি তার সামনে। বেলারুশ সুন্দরীও হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মেলবোর্নের মিশন শুরু করতে প্রস্তুত।
এছাড়া, সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ ক্যারিয়ারের ১১তম অস্ট্রেলিয়ান ওপেন ও রেকর্ড ২৫তম গ্র্যান্ডস্লাম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে কোর্টে নামবেন। যদিও বিশ্বের এক নম্বর তারকা ও বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার ও স্প্যানিশ তরুণ সেনসেশন কার্লোস আলকারাজের বিপক্ষে লড়াই খুব একটা সহজ হবে না।