সাকিব আল হাসান
দুই দিন ধরেই গুঞ্জন চলছিল, চেন্নাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি সাকিব। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। নিষেধাজ্ঞার ফলে সাকিব আর বল হাতে নিতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে। তবে লাল-সবুজের জার্সিতে ব্যাটার হিসেবে খেলা চালিয়ে যেতে পারবেন সাকিব।
বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার অনুমতি হারালেন। চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে দ্বিতীয়বারের মতো তার বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর এই সিদ্ধান্ত এলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে প্রতিযোগিতায় আগেই সাকিবের বোলিং নিষিদ্ধ ছিল। পুনর্মূল্যায়নের জন্য ভারতের চেন্নাইয়ে পরীক্ষায় অংশ নেন সাকিব। কিন্তু দ্বিতীয়বারের মতো পরীক্ষায় তার বোলিং অ্যাকশন বৈধ প্রমাণিত হয়নি। নিয়ম অনুযায়ী, টানা দুই পরীক্ষায় ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে, সাকিবের বোলিং নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ ক্রিকেটে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অলরাউন্ডার পরিচয়ে মাঠে রাজত্ব করা সাকিবকে এখন শুধু ব্যাটার হিসেবে দেখা যাবে। তবে তার বোলিং অ্যাকশন নিয়ে কাজ করে ভবিষ্যতে ফেরার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দিচ্ছে না তার ভক্তরা।
আশিক