খেলা শেষে বাকবিতণ্ডায় জড়ায় তামিম ইকবাল ও অ্যালেক্স হেলস।
বিপিএল শুরু হলে মাঠের লড়াইয়ের সাথে চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লড়াই। খেলা শুরুর আগে দলগুলো তাদের বিপক্ষে দলকে নিয়ে বিভিন্ন ভাবে খোঁচা দেয়। তেমন করেই গত পরশু রংপুর বনাম বরিশালের ম্যাচের আগে বরিশালের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে রংপুর দলকে উদ্দেশ্য করে বলা হয় "জাগো বাহে জাগো"।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ওভারে ৩০ রান নিয়ে একাই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ক্যাপ্টেন সোহান। ম্যাচ শেষে বরিশালের দেয়া খোঁচার উত্তর হিসেবে তাদের পোস্টের স্ক্রিনশট নিয়ে রংপুর রাইডার্সের ফেসবুক পেজ এডমিন একটি স্ট্যাটাস দেয়। "পোস্ট ডিলিট করো, সমস্যা হবে..."। যদিও ম্যাচ শেষ হবার পরে ফরচুন বরিশালের পেজ থেকে তাদের আগের স্ট্যাটাসটি সরিয়ে নিয়েছে এডমিন।
বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে ৩ উইকেট হাতে নিয়ে ২৬ রান দরকার ছিল রংপুর রাইডার্সের। বরিশালের মিডিয়াম পেসার কাইল মায়ার্সের করা শেষ ওভারে ৩টি করে চার-ছক্কায় ৩০ রান তুলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম ম্যাচে রংপুরকে ৩ উইকেটের দুর্দান্ত জয়ের স্বাদ দিলেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ৭ বলে অপরাজিত ৩২ রানের ক্যামিও ইনিংসে ম্যাচ সেরা খেলোয়াড় হন নুরুল।
রিফাত