ছবি: সংগৃহীত
দেশে প্রতিভাবান খেলোয়াড় সোহানুর রহমান সবুজ ও তাসনিম আক্তার মিম। জাতীয় হকি দলের অন্যতম খেলোয়াড় এই দুইজন। জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন তারা।
শুক্রবার (১০ জানুয়ারি) সবুজ ও মিমে বিয়ে করেন। বিকেএসপিতে আয়োজন করা হয় তাদের বিয়ের অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি হয়ে উঠেছিল হকি অঙ্গনের মিলনমেলা, কেননা বর-কনে দুজনই হকি খেলোয়াড়।
সবচেয়ে মজার বিষয়টি ঘটেছিল বিয়ের আনুষ্ঠানিকতার পর। হকি টার্ফেই বর-কনে বল-স্টিক হাতে পোজ দিয়ে ছবি তোলেন।
দুই পরিবারের সম্মতিতে পূর্ণতা পায় তিন বছরেরও বেশি সময় ধরে সবুজ ও মিমের এই সম্পর্ক।
সবুজ বলেন, 'আমাদের সংস্থায় ২৪ বছর বয়স এবং চাকরির চার বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে করা যায় না। আমার দুটিই পূর্ণ হওয়ায় অনুমতি মিলে গেছে।'
স্ত্রী মিমের খেলার বিষয়ে তিনি কোনো বাধা দেবেন না জানিয়ে সবুজ বলেন, 'হকির মাধ্যমেই আমাদের পরিচয়। ফলে হকি খেলায় আমার কোনো বাধা নেই। সে যদি খেলতে চায়, খেলবে।'
প্রসঙ্গত, প্রিমিয়ার বিভাগ হকি লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন সবুজ। এছাড়া, লিগের ইতিহাসে সর্বোচ্চ ৪০ গোলের মাইলফলকের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন।
অন্যদিকে ২০১৯ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২১ নারী হকি দলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন মিম।
শিলা ইসলাম