ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

দ্বিতীয়বার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিমের

প্রকাশিত: ১১:০৪, ১১ জানুয়ারি ২০২৫; আপডেট: ১১:০৮, ১১ জানুয়ারি ২০২৫

দ্বিতীয়বার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিমের

সংগৃহিত

বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি এই সিদ্ধান্ত জানিয়েছেন। এর আগে ২০২৩ সালের জুলাইয়ে ক্রিকেটভক্তদের চমকে দিয়ে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। তবে তৎকালীন প্রধানমন্ত্রীর অনুরোধে মাত্র একদিন পরই সিদ্ধান্ত বদলে ফের খেলার ঘোষণা দিয়েছিলেন তিনি।

তবে মাঠে তামিমের প্রত্যাবর্তন ঘটেনি। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। এরপর থেকেই জাতীয় দলে তার ফেরার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে তাকে জাতীয় দলে ফেরানোর আলোচনা শুরু হলেও তামিম এবার চূড়ান্তভাবে অবসরের সিদ্ধান্ত নিলেন।

ফেসবুক পোস্টে যা বললেন তামিম
অবসরের বিষয়ে নিজের অনুভূতি জানিয়ে তামিম ফেসবুকে লেখেন, “আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেকদিন। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেকদিন ধরেই এ বিষয়ে ভাবছিলাম। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসর রয়েছে। আমি চাই না আমাকে ঘিরে কোনো আলোচনা দলকে ব্যাহত করুক।”

তিনি আরও লেখেন, “আমি আগেও কোনো অযথা আলোচনা চাইনি। সেই কারণেই বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে অনেক আগেই নিজেকে সরিয়ে নিয়েছি। যদিও অনেকবার বলা হয়েছে, এমনকি মিডিয়াতেও এসেছে, আমিই নাকি বিষয়টি ঝুলিয়ে রেখেছি। কিন্তু আমি এক বছরেরও বেশি সময় আগে নিজে থেকেই কেন্দ্রীয় চুক্তি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপরও আমাকে নিয়ে অপ্রয়োজনীয় আলোচনা হয়েছে।

অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন পেশাদার খেলোয়াড়ের ব্যক্তিগত অধিকার। আমি নিজের মনের কথা শুনেছি এবং মনে হয়েছে, সময়টা এখনই। নির্বাচক কমিটির সঙ্গে আলোচনা হয়েছে, অধিনায়ক শান্ত আন্তরিকভাবে আমাকে ফেরার জন্য বলেছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তবে নিজের সিদ্ধান্ত নিয়ে আমি সন্তুষ্ট।”

তামিম আরও বলেন, “২০২৩ বিশ্বকাপের আগে যা হয়েছে, তা আমার জন্য বড় ধাক্কা ছিল। কারণ, ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি। এরপর যেখানে গিয়েছি, সবার কাছ থেকে ভালোবাসা পেয়েছি। অনেক ভক্ত বলেছেন, তারা আমাকে আবার দেশের জার্সিতে দেখতে চান। আমার ছেলে, সে কখনও সরাসরি বলেনি, কিন্তু তার মায়ের কাছে বারবার বলেছে, বাবাকে আবার দেশের হয়ে খেলতে দেখতে চায়। তাদের প্রত্যাশা পূরণ করতে না পারায় আমি দুঃখিত। তবে ছেলেকে বলেছি, ‘তুমি বড় হলে বাবাকে বুঝতে পারবে।’”

তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটে একজন ঐতিহাসিক ব্যাটার এবং অধিনায়ক হিসেবে পরিচিত। তার দ্বিতীয়বারের অবসরের ঘোষণাটি ভক্ত ও সমর্থকদের জন্য একটি আবেগঘন মুহূর্ত। ক্রিকেটপ্রেমীরা তাকে আন্তর্জাতিক ক্রিকেটে আর না দেখলেও তার অসামান্য অবদান স্মরণে রাখবে।

সায়মা ইসলাম

×